পুলিশের সঙ্গে সংঘর্ষে ছত্তীসগঢ়ের দন্তেওয়াড়ায় আজ ভোরে প্রাণ হারিয়েছে বিজেপি বিধায়ক খুনে মূল চক্রী মাওবাদী কমান্ডার মাধবী মুয়্যা ওরফে জগা কুঞ্জম। দন্তেওয়াড়ার এসপি অভিষেক পল্লভ জানিয়েছেন, ২৯ বছর বয়সি এই যুবকের মাথার দাম ছিল আট লক্ষ টাকা।
এ মাসের গোড়ায় একটি বৈঠকে যাওয়ার পথে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে ভীমা মাণ্ডবী নামে ছত্তীসগঢ়ের বিজেপি বিধায়ক নিহত হন। প্রাণ যায় তাঁর সঙ্গে থাকা চার জন কর্মীরও। ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ডস এবং ডিস্ট্রিক্ট ফোর্স-এর কর্মীরা আজ ভোরে রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে পেরপা এবং মার্কামারিস গ্রামের মাঝামাঝি এলাকার জঙ্গলে তল্লাশি অভিযানে গিয়েছিলেন। তখনই মাওবাদীদের দিক থেকে ধেয়ে আসে গুলি। শুরু হয় সংঘর্ষ। পুলিশের দাবি, সেই সময়ে প্রাণ হারায় মাধবী। ২০১৭ সালে সুকমায় নিরাপত্তা বাহিনীর ২৫ জন সদস্য হত্যার অভিযানেও মাধবী ওরফে জগা অংশ নিয়েছিল বলে পুলিশের দাবি।
গত কাল মহারাষ্ট্রের গড়চিরৌলিতে আইডি হামলার পরে আজ আবার ছত্তীসগঢ়ের সুকমায় দুই গ্রামবাসীকে হত্যা করেছে মাওবাদীরা। বুধবার রাতে সুকমার কিস্তারাম এলাকায় ঘটনাটি ঘটেছে। গড়চিরৌলি এখনও থমথমে। কাল সেখানে চালক-সহ ১৬ জন পুলিশকর্মীর গাড়ি আইইডি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছিল মাওবাদীরা। কর্মীদের সকলেই ছিলেন সি-৬০ ‘কুইক রেসপন্স টিম’-এর সদস্য। আজ সেখানে দোকানপাট সব বন্ধ ছিল।