দিনভর নাটকে জমজমাট মেঘালয়-নাগাল্যান্ড। ফলে ২৪ ঘণ্টা আগেও পাহাড়ি দুই রাজ্যে সরকার গড়ার ব্যাপারে নিশ্চিত থাকা বিজেপি আচমকাই চিন্তায়!
মেঘালয়ে মুখ্যমন্ত্রী হিসেবে গত কালই এনপিপি নেতা তথা প্রয়াত পূর্ণ সাংমার ছেলে কনরাডের নাম ঘোষণা করেছিল এনডিএ। রাতে ১১ জন মন্ত্রীর নামও চূড়ান্ত করা হয়। কিন্তু আজ কংগ্রেসের পাল্টা চালে ফের টালমাটাল হয়ে ওঠে পরিস্থিতি। বিদায়ী কংগ্রেসি মুখ্যমন্ত্রী, মুকুল সাংমা জানিয়ে দেন তাঁরা ছোট দল, ইউডিপি নেতা ডনকুপার রয়কে মুখ্যমন্ত্রী পদে বসাবেন। তিনি হবেন উপ-মুখ্যমন্ত্রী। দোলাচলে পড়ে যান ডনকুপার। শেষ পর্যন্ত অবশ্য এনডিএ শিবিরের, বিশেষ করে বিজেপি নেতৃত্বের তৎপরতায় তিনি ফিরিয়ে দেন কংগ্রেসের প্রস্তাব।
কিন্তু হাল ছাড়েনি কংগ্রেস। তারা কথা বলে দুই বিধায়কের দল এইচএসপিডিপি-র সঙ্গে। তার পরেই ওই দলের সভাপতি আরডেন্ট বাসাওমোইত জানান, তাঁরা ভোটের আগেই অ-কংগ্রেসি এবং অ-বিজেপি সরকার সরকার গড়ার কথা বলেছিলেন। তাই বিজেপি-কে সঙ্গে নিয়ে এনপিপি-র সরকার গড়ার চেষ্টায় তাঁরা সামিল হবেন না।