মধুচন্দ্রিমায় হত্যাকাণ্ডে অভিযুক্ত সোনম রঘুবংশী মধ্যপ্রদেশের ইনদওরের একটি ফ্ল্যাটে গা ঢাকা দিয়েছিলেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। রাজা রঘুবংশীর মৃত্যুর পরে দিন দশেকের জন্য সোনম ওই ফ্ল্যাটেই ছিলেন বলে অনুমান করা হচ্ছে। তবে ওই ফ্ল্যাট থেকে তথ্যপ্রমাণ প্রায় সবই লোপাট করে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, গত ২৩ মে রাজা খুন হওয়ার পর সোনম সোজা চলে গিয়েছিলেন ইনদওরে। সেখানে আগরা-বম্বে রোডের ধারে একটি ফ্ল্যাট ভাড়া নেন তিনি। সেখানেই গা ঢাকা দেন সোনম। এর মধ্যে গত ২ জুন মেঘালয়ের এক খাদ থেকে রাজার মৃতদেহ উদ্ধার হয়। চারদিকে রটে যায়, সোনম ‘নিখোঁজ’। অথচ সেই সময় ইনদওরের ওই ফ্ল্যাটে আত্মগোপন করেছিলেন সোনম।
মেঘালয় পুলিশের একটি দল মঙ্গলবার ওই ফ্ল্যাটে যায়। পুলিশ সূত্রে খবর, সোনম এবং অন্য ধৃতদের জেরা করে পাওয়া তথ্য যাচাই করার জন্যই ওই ফ্ল্যাটে গিয়েছিলেন তদন্তকারীরা। অভিযুক্তদের কাউকে অবশ্য নিয়ে যাওয়া হয়নি সেখানে। মেঘালয় পুলিশের তদন্তকারী দলের সন্দেহ, গত ৭ জুন পর্যন্ত ওই ফ্ল্যাটেই আত্মগোপন করে ছিলেন সোনম। তার পরে বেগতিক বুঝে পালিয়ে উত্তরপ্রদেশের গাজ়িপুরে পৌঁছোন। সেখানেই পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি।
আরও পড়ুন:
মঙ্গলবার ফ্ল্যাটটিতে তল্লাশি চালিয়ে অল্প কিছু জামাকাপড় এবং ঘরের অন্য জিনিসপত্র পাওয়া গিয়েছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, ফ্ল্যাট থেকে পালানোর আগে যাবতীয় প্রমাণ নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিলেন সোনম। পুলিশের সূত্রে খবর, ওই আবাসনটি হত্যাকাণ্ডে অপর অভিযুক্ত বিশালের বাড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। গত মাসেই ভাড়া নেওয়া হয়েছিল ফ্ল্যাটটি। ৩০ মে-র মধ্যে ফ্ল্যাট ভাড়া নেওয়ার অগ্রিম চুক্তিও সেরে ফেলেন সোনমেরা। তবে ওই ফ্ল্যাটে তল্লাশি চালানোর পর পুলিশের সন্দেহ, সেখান থেকে পালানোর আগে তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছিল।