রামনবমী পড়েছে রবিবার। তবু ছুটির ফাঁদে সংসদ!
এমনিতেই কাজ হচ্ছে না সংসদে। নষ্ট হয়েছে ১৫ দিনের অধিবেশন। তা সত্ত্বেও রামনবমীতে বাড়তি ছুটি আদায় করে নিলেন সাংসদেরা। রবিবার নিজের নিজের সংসদীয় এলাকায় রামনবমী পালন করে সোমবার সক্কাল-সক্কাল সংসদে ফিরে আসা নাকি বেজায় ঝামেলার। কষ্টসাধ্য! আজ তাই সকাল থেকেই লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের কাছে দলমত নির্বিশেষে অনুরোধ জমা পড়তে থাকে, সোমবার ছুটি চাই। সব দলের এক রা দেখে লোকসভা সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন স্পিকার সুমিত্রা মহাজন।
লোকসভা ছুটি পেলে, রাজ্যসভা পিছিয়ে থাকে কেন! শুরু হয় গুজগুজ ফুসফুস। এর পরে সমস্বরে দাবি ওঠে, সোমবার ছুটি চাই রাজ্যসভা সাংসদদেরও। খবর পৌঁছয় রাজ্যভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর কাছে। রামনবমীর জন্য বাড়তি এক দিন ছুটি দেওয়া নিয়ে কংগ্রেসের গুলাম নবি আজাদ কিংবা তৃণমূলের ডেরেক ও’ব্রায়েনের মতো নেতারা কী ভাবছেন, তা জেনে নেন বেঙ্কাইয়া। ছুটির প্রশ্নে সবুজ সঙ্কেত দেয় সব শিবিরই। এর পরে লোকসভার পথেই ছুটির ঘোষণা হয় রাজ্যসভাতেও।