Advertisement
E-Paper

কেন্দ্রের ই-মার্কেটপ্লেস প্রকল্প ভুলে ভরা! অভিযোগ করল মাইক্রোসফট্‌

মোদী সরকারের ডিজিটাইজেশন নিয়ে প্রশ্ন তুলল বিশ্বের অন্যতম তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট্‌। ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী তথা কেন্দ্র ডিজিটাইজেশনের উপরে জোর দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুন ২০১৭ ১৮:৫৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মোদী সরকারের ডিজিটাইজেশন নিয়ে প্রশ্ন তুলল বিশ্বের অন্যতম তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট্‌। ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী তথা কেন্দ্র ডিজিটাইজেশনের উপরে জোর দিয়েছেন। ই-মার্কেটপ্লেস গড়তে সচেষ্ট হয়েছেন তিনি। এখানেই উদ্বেগ প্রকাশ করেছে মাইক্রোসফট্‌।

সম্প্রতি মাইক্রোসফট্‌-এর তরফে প্রধানমন্ত্রীর দফতর এবং বাণিজ্যমন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে, ক্লাউড এবং ওপেন সোর্স সফটওয়্যার পলিসির ভুল ব্যাখ্যা করছে ভারতের ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এমনকী এই প্রকল্প নিয়ে বিডারদের কৌতূহলও মোদী সরকার নিরসন করছে না বলে অভিযোগ মাইক্রোসফট্‌-এর।

আরও পড়ুন: ফের পথের কাঁটা ভারত, কোচি বন্দরে ঢুকতে পারল না চিনের তিন রণতরী

মাইক্রোসফট্‌-এর এই অভিযোগ অবশ্য মানতে নারাজ তথ্যপ্রযুক্তি মন্ত্রক। মন্ত্রকের দাবি, কেন্দ্রীয় সরকারের সমস্ত পরিকল্পনাগুলোর দেখভাল করে ডিরেক্টরেট জেনারেল অফ সাপ্লাইস এন্ড ডিসপোসাল (ডিজিএসএন্ডডি)। তার এক কর্তা মাইক্রোসফট্‌-এর চিঠির কথা মেনে নিয়েছেন। পাশাপাশি মাইক্রোসফট্‌-এর সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এমনকী তিনি এও জানান, সমস্ত বিডার-দের প্রশ্নের যথাযথ উত্তরও দেওয়া হচ্ছে।

ই-মার্কেটপ্লেস (জিওএম) পরিকল্পনার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থাকে বিডার হিসাবে আমন্ত্রণ জানিয়েছে। সেই বিডিং-এ মাইক্রোসফট্‌ও অংশগ্রহণ করতে চলেছে। তার আগেই বিশ্বের প্রথ সারির এই তথ্যপ্রযুক্তি সংস্থার কাছ থেকে এমন অভিযোগ স্বভাবতই অস্বস্তিতে ফেলল কেন্দ্রকে।

Microsoft Narendra Modi E-marketplace নরেন্দ্র মোদী মাইক্রোসফট্‌
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy