বাবা বাসের খালাসির কাজ করতেন। মা বা বাবা কেউই খুব বেশি দূর পড়েননি। তবে কোনও বাধাই দমিয়ে রাখতে পারেনি খুশবু কুঁয়রকে। ৩০ বছরের খুশবু প্রথম মহিলা হিসেবে আজ দিল্লির রাজপথে ‘অসম রাইফেলস’-এর হয়ে সেনা কুচকাওয়াজে নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়লেন।
রাজস্থানের জয়পুরে জন্ম। হাজার প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ২০১২ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন খুশবু। ‘অসম রাইফেলস’-এর মহিলা বাহিনীর হয়ে একাধিক জঙ্গি দমন অভিযানেও অংশ নিয়েছেন। দেশের প্রাচীনতম এই আধাসামরিক বাহিনীর কমান্ডার হিসেবে আজকের সাফল্যে গর্বিত খুশবু। সংসার সামলে সন্তানের মা-ও। বললেন, ‘‘বাসের খালাসির মেয়ে হয়ে আমি যদি পারি, তা হলে সব মেয়েই পারবে তাদের স্বপ্নকে ছুঁতে।’’
আজ রাজধানীতে ৭০তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান জুড়েই ছিল নারীশক্তির জয়জয়কার। সেনা কুচকাওয়াজে নেতৃত্ব দিলেন অসম রাইফেলস-এর মহিলারা। সীমান্তরক্ষী বাহিনীর কুচকাওয়াজেও মহিলারাই ছিলেন সামনের সারিতে। প্রথম মহিলা হিসেবে বাইক নিয়ে নানা কসরত দেখিয়েছেন ক্যাপ্টেন শিখা সুরভি।