Advertisement
E-Paper

গত বছরের তুলনায় এই বছর কতটা নিরাপদে ছিল রাজধানীর নাগরিকেরা, রিপোর্ট দিল দিল্লি পুলিশ

দিল্লি পুলিশের পরিসংখ্যান বলছে চলতি বছরে নিখোঁজ হওয়ার সংখ্যাটা সবচেয়ে বেশি হল সাবালকদের। অর্থাৎ যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৮:২৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

২০২৫ সাল শেষ হতে আর কয়েকটি দিন বাকি। সারা বছর নারী-পুরুষ নির্বিশেষে আদৌ কতটা নিরাপদ ছিল রাজধানী দিল্লি, পরিসংখ্যান দিল দিল্লি পুলিশ।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত প্রায় ২৪ হাজার জন নিখোঁজ হয়েছে রাজধানী থেকে। যার মধ্যে ৬০ শতাংশেরও বেশি মহিলা।

চলতি বছরে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত ১৪ হাজার মহিলা এবং ৯ হাজার পুরুষ। অর্থাৎ প্রায় ৬১ শতাংশ মহিলা এবং ৩৯ শতাংশ পুরুষ। যাঁদের মধ্যে প্রায় ১৫ হাজার জনের সন্ধান পেতে সফল হয়েছে পুলিশ। প্রায় ৯ হাজার মহিলা এবং প্রায় ৬ হাজার পুরুষের সন্ধান পান তাঁরা। অর্থাৎ প্রায় ৬০ শতাংশ মহিলা এবং ৪০ শতাংশ পুরুষের সন্ধান পাওয়া গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৯ হাজার জনের সন্ধান পাওয়া যায়নি। যার মধ্যে আবার অন্তত ৫ হাজার মহিলা (৬১ শতাংশ) এবং ৪ হাজার পুরুষ (৩৯ শতাংশ) রয়েছেন যাঁদের ১৫ ডিসেম্বর পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।

পরিসংখ্যান অনুযায়ী প্রাপ্তবয়স্ক অর্থাৎ যাঁদের বয়স ১৮ বছরের ঊর্দ্ধে, তাঁদের নিখোঁজ হওয়ার সংখ্যাটি প্রায় ১৮ হাজার। যাদের মধ্যে অন্তত ১০ হাজার জন মহিলা (৫৭ শতাংশ) এবং প্রায় ৮ হাজার পুরুষ (৪৩ শতাংশ)। যাঁদের মধ্যে সন্ধান পাওয়া গিয়েছে কমপক্ষে ১১ হাজার জনের। যার মধ‍্যে রয়েছেন প্রায় ৬ হাজার মহিলা এবং ৫ হাজার পুরুষ। এখনও নিখোঁজ অন্ততপক্ষে ৭ হাজার জন, যাঁদের মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার মহিলা।

পরিসংখ্যান বলছে, চলতি বছরে নিরাপদ ছিল না শিশুরাও। দিল্লি পুলিশ প্রায় ৬ হাজার শিশু নিখোঁজের অভিযোগ পেয়েছেন। যার মধ্যে অন্তত ৪ হাজার বলিকা এবং প্রায় দেড় হাজার বালক। অর্থাৎ প্রায় ৭৩ শতাংশ মেয়ে এবং ২৭ শতাংশ ছেলে। পুলিশ অন্তত ৪ হাজার জনের সন্ধান পেতে সফল হয়েছে। যাদের মধ্যে প্রায় ৩ হাজার মেয়ে এবং ৩০০ জন ছেলে।

পরিসংখ্যান অনুযায়ী বয়সভিত্তিক বিশ্লেষণের ক্ষেত্রে চলতি বছরে আট বছর বয়সি শিশুদের নিখোঁজ হওয়ার সংখ্যাটি ৩৬০। যাদের মধ্যে রয়েছে ১৪৩ জন বালিকা এবং ২১৭ জন বালক। সন্ধান পাওয়া গিয়েছে ২১৪ জনের এবং এখনও নিখোঁজ ১৪৬ জন। আট থেকে ১২ বছর বয়সের বালক-বালিকার মধ্যে ৪৪৪ জন নিখোঁজ হয়েছে, যাদের মধ্যে রয়েছে ১৫৪ জন মেয়ে এবং ২৯০ জন ছেলে। পুলিশ সন্ধান পেয়েছে ৩৬২ জনের এবং নিখোঁজ ৮২ জন।

দিল্লি পুলিশের পরিসংখ্যান বলছে চলতি বছরে নিখোঁজ হওয়ার সংখ্যাটা সবচেয়ে বেশি হল সাবালকদের। অর্থাৎ যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। নিখোঁজ হয়েছেন প্রায় ৫ হাজার জন। যাদের মধ্যে প্রায় ৪ হাজার মহিলা এবং এক হাজার পুরুষ। সন্ধান পাওয়া গিয়েছে অন্তত সাড়ে ৩ হাজার জনের এবং নিখোঁজ এক হাজারের বেশি।

২০২৪ সালের পরিসংখ্যান বলছে রাজধানীতে প্রায় ২৫ হাজার জন নিখোঁজ হন। যার মধ্যে প্রায় ১৫ হাজার মহিলা (৫৯ শতাংশ), এবং ১০,১৪১ জন পুরুষ, (৪১ শতাংশ) নিখোঁজ হন। সন্ধান পাওয়া গিয়েছিল অন্তত ১৫ হাজার জনের এবং নিখোঁজ ছিলেন প্রায় ১০ হাজার। প্রাপ্ত বয়স্কদের তালিকায় ২০২৪ সালে অন্তত ১৯ হাজার জন নিখোঁজ হন। শিশুদের নিখোঁজ হওয়ার সংখ্যাটা ছিল প্রায় ৬ হাজার। যার মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার জনের সন্ধান পাওয়া গিয়েছিল এবং এক হাজার জনের সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ২০২৫ এই দশ বছরের পরিসংখ্যান অনুযায়ী রাজধানী থেকে কমপক্ষে আড়াই লক্ষ লোক নিখোঁজ হয়েছেন। যার মধ্যে অন্তত ২ লক্ষ লোকের সন্ধান পাওয়া গিয়েছিল। প্রায় ৫৪ হাজার মামলা অমীমাংসিত রয়ে গিয়েছে।

Delhi Police Missing Person
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy