Advertisement
১৯ মে ২০২৪

মালয়েশিয়াতেও মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ ডাক

ভারতে আরও বেশি পুঁজি বিনিয়োগ ও ভারতে এসে শিল্প গড়ে তোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়ালালামপুরে ‘আসিয়ান’ দেশগুলির বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত শীর্ষ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের ওই আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৫ ১৩:০৬
Share: Save:

ভারতে আরও বেশি পুঁজি বিনিয়োগ ও ভারতে এসে শিল্প গড়ে তোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কুয়ালালামপুরে ‘আসিয়ান’ দেশগুলির বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত শীর্ষ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের ওই আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদী বলেছেন, ‘’১৮ মাস আগে দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি যা ছিল, তার আমূল পরিবর্তন হয়েছে। আর সেটা হয়েছে এমন সময়ে, যখন গোটা বিশ্বের অর্থনীতির হাল তেমন ভাল নয়। এটা কোনও দুর্ঘটনা নয়। আমরা ক্ষমতাসীন হয়ে এমন কিছু অর্থনৈতিক নীতি প্রণয়ন করেছি, যার জন্য এটা সম্ভব হয়েছে। এ দেশে এসে ব্যবসা, বাণিজ্য করার জন্য কর ব্যবস্থা সহ অনেক নিয়মকানুন আমরা সরলতর করেছি। বহু ক্ষেত্রেই সরকারি লাল ফিতের ফাঁস অনেক আলগা করা হয়েছে। সংস্কারের গতি অনেক বেড়েছে। অর্থনীতির বেশির ভাগ সূচকই এখন ঊর্ধ্বমুখী। আমরা আসলে শুধুই অর্থনৈতিক সংস্কার করে হাত গুটিয়ে বসে থাকতে চাইনি। দেশের আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটানোর লক্ষ্যেই সেই সংস্কারের গতি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই পরিবর্তনের ঝড় উঠেছে। তবে সেই ঝড়কে সীমান্ত পেরিয়ে যেতে কিছুটা সময় তো লাগবেই!’’

বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আমি চাই, আপনারা ভারতে আরও বেশি পুঁজি বিনিয়োগ করে ‘মেক ইন ইন্ডিয়া’, ‘ডিজিটাল ইন্ডিয়া’ ও ‘স্কিল ইন্ডিয়া’র স্লোগানকে সফল করে তুলুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pm narendra india kualalumpur Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE