Advertisement
E-Paper

প্রকল্পই শেষ হয়নি, সূচনা বিতর্কে মোদী

গত কালই দিল্লি থেকে ভিডিয়োয় সবুজ পতাকা দেখিয়ে চালু করেছেন নাগপুর মেট্রো। কিন্তু অভিযোগ, সে মেট্রোর কাজই এখনও শেষ করা হয়নি। অনেক স্টেশন এখনও তৈরিই হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ০৫:৫০

চালু হয়ে যাওয়া প্রকল্প ফের উদ্বোধন করছেন। কাজ শেষ না-হওয়া প্রকল্পও চালু করে আসছেন। ভোট ঘোষণার মুখে নরেন্দ্র মোদীর উদ্বোধন ও শিলান্যাসের হিড়িক দেখে বিস্মিত বিরোধীরা। হলে কী হবে, এক দিকে মোদী যখন শিলান্যাস আর ফিতে কাটায় ব্যস্ত তখন তাঁর প্রধান সেনাপতি অরুণ জেটলি রাষ্ট্রনায়ক হিসাবে মোদীকে তুলে ধরতে মাঠে নামলেন।

গত কালই দিল্লি থেকে ভিডিয়োয় সবুজ পতাকা দেখিয়ে চালু করেছেন নাগপুর মেট্রো। কিন্তু অভিযোগ, সে মেট্রোর কাজই এখনও শেষ করা হয়নি। অনেক স্টেশন এখনও তৈরিই হয়নি। তার পরেও নির্বাচনী আচরণ বিধি চালু হয়ে যাবে দেখে অর্ধসমাপ্ত প্রকল্পই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আজ গোটা দিন উত্তরপ্রদেশে থেকেছেন মোদী। লখনউ, আগরা, গাজিয়াবাদের মেট্রো উদ্বোধন করেছেন। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কটাক্ষ, ‘‘সমাজবাদী পার্টি ক্ষমতায় থাকতেই লখনউ, গাজিয়াবাদের মেট্রো চালু হয়ে গিয়েছে। সেগুলিই ফের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শেষ বারের মতো উদ্বোধনের শখ মেটাচ্ছেন!’’ ওড়িশায় রাহুল গাঁধীও মোদীকে কটাক্ষ করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী এত মিথ্যা বলেন, অতীতের সব প্রধানমন্ত্রীকে মিলিয়ে পাঁচশো দিয়ে গুণ করলে তাকেও ছাড়িয়ে যাবেন।’’ কাল ফের গ্রেটার নয়ডায় যাবেন আরও একগুচ্ছ প্রকল্প উদ্বোধনে। রবিবার ফের গাজিয়াবাদে যাবেন সিআইএসএফ-এর অনুষ্ঠানে যোগ দিতে।

শিলান্যাসের এই ঘটার মধ্যেই সরকারি ভাবে ‘বাগ্মী’ মোদীকে দেশের সামনে তুলে ধরতে আজ মাঠে নামেন তাঁর অন্যতম সেনাপতি অরুণ জেটলি। প্রধানমন্ত্রীর বাছাই করা বক্তৃতা সংকলন ‘সবকা সাথ সবকা বিকাশ’ নামে পাঁচ খণ্ডের বই প্রকাশ করে জেটলি বলেন, ‘‘যিনি দেখে বক্তৃতা করেন, তাঁর কোনও সমস্যা নেই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর মতো যিনি মন থেকে বক্তৃতা দেন, তাঁর চ্যালেঞ্জ অনেক বেশি। বিষয়ের দক্ষতার পাশাপাশি ভাষার ওপরও দখল থাকা প্রয়োজন। কখনও কখনও তথ্যগত ত্রুটি-বিচ্যুতি হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু প্রধানমন্ত্রী কোনও দিন ভয় পাননি।’’ মোদী যে কত বড় বাগ্মী, তা বোঝাতে ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উদাহরণ তুলে ধরেন জেটলি। তাঁর কথায়, ‘‘একটি ব্যক্তিগত আলাপচারিতায় ক্যামেরন বলেছিলেন— তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম ভুল হল, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে মোদীর সঙ্গে ওয়েম্বলি স্টেডিয়ামে যাওয়া। সেখানে ভাষণরত মোদীর জনপ্রিয়তা দেখে ক্যামেরনের নিজেকে নিজভূমে পরবাসী মনে হয়েছিল।’’

Narendra Modi Arun Jaitley
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy