Advertisement
০২ মে ২০২৪

পঠানকোট গিয়ে জঙ্গি দমন অভিযানের ঢালাও প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

পঠানকোটে গিয়ে দেশের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রী আক্রান্ত বায়ুসেনা ঘাঁটি এবং পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখেন। তিনি বলেন, হামলা প্রতিরোধের সময় যে পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যে ভাবে তার প্রয়োগ হয়েছে, তা সন্তোষজনক।

পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রী। সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান দলবীর সিংহ সুহাগ, বায়ুসেনা প্রধান অরূপ রাহা। ছবি: পিটিআই।

পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রী। সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান দলবীর সিংহ সুহাগ, বায়ুসেনা প্রধান অরূপ রাহা। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ১৯:২৭
Share: Save:

পঠানকোটে গিয়ে দেশের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রী আক্রান্ত বায়ুসেনা ঘাঁটি এবং পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখেন। তিনি বলেন, হামলা প্রতিরোধের সময় যে পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যে ভাবে তার প্রয়োগ হয়েছে, তা সন্তোষজনক।

চিরুনি তল্লাশি শেষ হওয়ার পর শুক্রবার বায়ুসেনা জানিয়েছিল, পঠানকোটের বায়ুসেনা ঘাঁটি পুরোপুরি জঙ্গিমুক্ত। তার পরই চূড়ান্ত হয় প্রধানমন্ত্রীর পঠানকোট সফরসূচি। বায়ুসেনা ঘাঁটিতে যে এলাকা দিয়ে হামলা হয়েছিল, যে এলাকায় জঙ্গিরা লুকিয়ে ছিল, সে সব ঘুরে দেখেন মোদী। জখম জওয়ানদের সঙ্গেও তিনি দেখা করেন। তার পর আকাশপথে ঘুরে দেখেন সংলগ্ন ভারত-পাক সীমান্ত এলাকা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। বায়ুসেনা, এনএসজি এবং এনআইএ-র শীর্ষ কর্তারা প্রধানমন্ত্রীকে পুরো পরিস্থিতি জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘‘জঙ্গি হামলার মুখে আমাদের বাহিনীর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া এবং তা রূপায়ণ সত্যিই সন্তোষজনক।’’ মোদী আরও বলেন, জঙ্গি হামলার মোকাবিলা ভারতের বাহিনী যেভাবে করেছে, তা সত্যিই প্রশংসনীয়।’’

সেনার মনোবল বাড়ানোর জন্যই প্রধানমন্ত্রী পঠানকোট যাবেন। জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর দফতর সূত্রেই। পঠানকোট বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনের পর প্রধানমন্ত্রী শনিবার যেভাবে পিঠ চাপড়েছেন সশস্ত্র বাহিনীর, তা নিঃসন্দেহে স্বস্তির কারণ ওয়েস্টার্ন কম্যান্ডের জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE