মেঘ-বৃষ্টি বা পরিবেশ আদালতের বাধা, কোনও কিছুই রুখতে পারল না শ্রী শ্রী রবিশঙ্করকে!
কোনও কিছুরই পরোয়া না করে দিল্লিতে যমুনার তীরে শুক্রবার রীতিমতো সাড়ম্বরে শুরু হয়ে গেল রবিশঙ্করের ‘বিশ্ব সংস্কৃতি উৎসব’। আর তার মূল অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসব-প্রাঙ্গনে পৌঁছে গেলেন তিন দিনের ওই উৎসব শুরুর বেশ কিছুটা আগেই। আর তার পর, গত কয়েক দিন ধরে যাঁকে নিয়ে বিতর্ক চলছে দেশজুড়ে, সেই শ্রী শ্রী রবিশঙ্করের পাশেই দীর্ঘ ক্ষণ বসে থাকতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। ওই উৎসবে ১৫০টি দেশ থেকে অংশ নিচ্ছেন ৩৫ হাজারেরও বেশি নৃত্যশিল্পী।
আরও পড়ুন- রবিশঙ্করের ‘ইউটার্ন’! রাজি হলেন ক্ষতিপূরণ দিতে।
এক হাজার একরেরও বেশি এলাকা জুড়ে বানানো হয়েছে ওই অনুষ্ঠানের সুবিশাল মঞ্চ। যা প্রায় ৬টি ফুটবল মাঠের মতো। মেঘ-বৃষ্টিতে উৎসবের গোড়ার দিকটা কিছুটা পণ্ড হয়ে যাওয়ার উপক্রম হলেও, শ্রী শ্রী রবিশঙ্করের ওই ‘সংস্কৃতি অলিম্পিক’ দেখতে জনসমাবেশ হয়েছে চমকে দেওয়ার মতো।
রবিশঙ্কর বলেছেন, ‘‘এটা আমার ব্যক্তিগত পার্টি। কারণ, গোটা বিশ্বই আমার পরিবার।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy