দিল্লির ক্রিকেট দুর্নীতিতে অরুণ জেটলির পাশেই দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর— আফগানিস্তান সফর থেকে ফিরে মোদী জেটলিকে জানিয়ে দিয়েছেন, মন্ত্রিসভা থেকে বর্তমান অর্থমন্ত্রীকে হারাতে চান না তিনি। জেটলির সততা নিয়েও তাঁর কোনও সংশয় নেই। প্রধানমন্ত্রী এখন জেটলিকে এ বিষয়ে মুখ খুলতেই বারণ করে দিয়েছেন।
মোদীর এই অবস্থানের ভিত মজবুত করেছে দিল্লি সরকারেরই তদন্ত রিপোর্ট। ডিডিসিএ (দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন) দুর্নীতির তদন্তে তিন সদস্যের একটি কমিটি তৈরি করেছিল অরবিন্দ কেজরীবালের সরকার। ওই রিপোর্টে অর্থমন্ত্রীর নাম নেই। ডিডিসিএ-র সভাপতি হিসেবে জেটলির দুর্নীতির হদিশ পায়নি তদন্ত কমিটি। ২৪৭ পৃষ্ঠার রিপোর্টে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম তৈরির ক্ষেত্রে নানা রকম অনিয়মের দিকে আঙুল তোলা হয়েছে ঠিকই। কিন্তু জেটলির জমানায় কোনও দুর্নীতির হদিশ দিতে পারেনি। দিল্লি সচিবালয়ে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারির দফতরে সিবিআই হানার পর কেজরীবাল দাবি করেছিলেন, ওই তদন্ত রিপোর্টের খোঁজেই সিবিআই এসেছিল।
আরও পড়ুন:
নিশানা তিনি, বুঝেই মোদীর সাজা কীর্তিকে
চাপ বাড়িয়ে কীর্তি-বৈঠকে আডবাণীরা