Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আজ অনশনে বসছেন মোদী, ‘ছোলে-বাটোরে’ আটকাতে মরিয়া দল

রাজঘাটে রাহুলের অনশনের আগে দিল্লির কংগ্রেস নেতাদের এই ছবিটিই ছড়িয়ে দিয়েছিল বিজেপি। রাত পোহালেই বিজেপির অনশন। খালি পেটে থাকবেন নরেন্দ্র মোদীও।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ০৪:১৬
Share: Save:

বাড়তি সব্জি নিলে কুড়ি টাকা।

লাল বোর্ডের নীচে বহাল তবিয়তে দিল্লির রেস্তরাঁয় কংগ্রেস নেতারা খাচ্ছেন ছোলে-বাটোরে। নরেন্দ্র মোদীর জমানায় দলিত-নিগ্রহের প্রতিবাদে অনশন মঞ্চে যাওয়ার আগে। গত সোমবার রাজঘাটে রাহুলের অনশনের আগে দিল্লির কংগ্রেস নেতাদের এই ছবিটিই ছড়িয়ে দিয়েছিল বিজেপি। রাত পোহালেই বিজেপির অনশন। খালি পেটে থাকবেন নরেন্দ্র মোদীও।

বিজেপির এত সাংসদ। কোথায় কে জনসমক্ষে খেয়ে বসেন! অনেকেই আবার ভোজন রসিক। দেশের কোনও এক প্রান্তে ছোট্ট একটি ঘটনা গোটা অনশনের নজর কেড়ে নিতে পারে। অনশনের আগে তাই ত্রাহি রব বিজেপিতে। আশঙ্কায় এক দিন আগেই সতর্ক-বার্তা গিয়েছে জনে জনে—রেস্তরাঁয় কেউ খাবেন না। খাবার সময় নিজস্বী তুলবেন না। ছবিও তুলতে দেবেন না। অনশন মঞ্চের ত্রিসীমানায় যেন খাবারের ঠেলাগাড়ি না থাকে। হতে পারে অনেকেই ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, ঘন ঘন খাওয়া দরকার। তেমন হলে অনশনেই বসবেন না!

প্রধানমন্ত্রীও আজ ফোনে কথা বলেছেন সাংসদ-বিধায়কদের সঙ্গে। রাতে বসেছিলেন মন্ত্রীদের নিয়ে। বুঝিয়ে দিয়েছেন, অনশন দিয়েই শুরু হচ্ছে লোকসভার প্রস্তুতি। কংগ্রেস সংসদ চলতে দেয়নি বলে অনশন, তবে আসল লক্ষ্য দলিত-কাঁটা দূর করা। তাই অম্বেডকর, গাঁধীর কথা বলে টানা এক মাসের কর্মসূচি তুলে দিয়েছেন মোদী। দলের নেতাদের বুঝিয়েছেন, গত লোকসভায় হার হজম হয়নি বলেই কংগ্রেস এখন তাঁর সরকারের উন্নয়ন আটকাচ্ছে।

হতভম্ব কংগ্রেস। এত সংখ্যা নিয়ে জিতেও প্রধানমন্ত্রী আজ এত দুর্বল, অসহায়? গোটা সরকারই যদি কাজ শিকেয় তুলে অনশনে বসে, জনতা তা হলে কার কাছে যাবে? কংগ্রেস বলছে, ‘‘আর তো একটা বছর। তার পরেই মোদীর বনবাস। প্রধানমন্ত্রী এখনই সন্ন্যাস নিন না!’’ টুইটে উন্নাও-এর ঘটনা তুলে রাহুলের বিদ্রূপ, ‘‘মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধেও প্রধানমন্ত্রী নিশ্চয়ই শীঘ্র অনশন করবেন।’’ মোদীর অনশনের থেকে নজর ঘোরাতে রাহুলকে আগামিকালই উন্নাও-এ নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে।

অনশন করলেও তিনি যে কাজেই মধ্যেই থাকবেন, তা বোঝাতে মোদী কালই ছুটছেন চেন্নাইয়ে। অনশনের দিন প্রধানমন্ত্রী যাচ্ছেন, নিশ্চয়ই প্রচার চাইবেন, ধরে নিয়েই চেন্নাইয়ে তার ব্যবস্থায় ঘুম ছুটেছে প্রশাসনের। তবে মোদীর অনশন নিয়েই আজ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কারণ, চেন্নাই সফরের সূচিতে দেখা যাচ্ছে, বিমানেই মোদীর জন্য প্রাতরাশ ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকছে। পরে যদিও প্রধানমন্ত্রীর দফতরের সূত্র জানাচ্ছেন, চেন্নাইয়ের কর্মসূচি আগেই ঠিক হয়েছিল। অনশনের কথা তখনও ঘোষণা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE