Advertisement
E-Paper

তিন তালাক রায় নিয়ে টুইট করে ট্রোলড কাইফ

টুইটের পরই কাইফের দিকে ধেয়ে আসতে থাকে একের পর এক ‘বাউন্সার’। সমালোচনা-কটূক্তিতে ভরে ওঠে তাঁর টুইটার হ্যান্ডল। এক জনের কটাক্ষ, “আপনি কাকে খুশি রাখতে গিয়ে এ ধরনের টুইট করছেন?”

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ১৪:৪৪
সমালোচনা-কটূক্তিতে ভরে ওঠে কাইফের টুইটার হ্যান্ডল। ছবি: সংগৃহীত।

সমালোচনা-কটূক্তিতে ভরে ওঠে কাইফের টুইটার হ্যান্ডল। ছবি: সংগৃহীত।

কখনও দাবায় মগ্ন, কখনও বা যোগাসনে ব্যস্ত— টুইটারে এ রকম নানা ছবি পোস্ট করে ট্রোলড হয়েছেন মহম্মদ কাইফ। এ বার সেই তালিকায় জুড়ল তিন তালাকের রায় নিয়ে তাঁর মন্তব্য। তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের স্বপক্ষে মুখ খুলে ট্রোলড হলেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান।

তাত্ক্ষণিক তিন তালাককে অসাংবিধানিক বলে মঙ্গলবার ঘোষণা করেছে শীর্ষ আদালত। সেই ঐতিহাসিক রায়ের পরেই দেশ জুড়ে তাৎক্ষণিক তালাক প্রথা রদ হয়ে যায়। তা নিয়ে টুইটারে গত কাল কাইফ লেখেন, “তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাই। এর ফলে মুসলিম নারীদের সুরক্ষা মিলবে। ভিন্ন লিঙ্গের মানুষদের ন্যায়বিচারের প্রয়োজন রয়েছে।” এই টুইটের পরই কাইফের দিকে ধেয়ে আসতে থাকে একের পর এক ‘বাউন্সার’।

সমালোচনা-কটূক্তিতে ভরে ওঠে তাঁর টুইটার হ্যান্ডল। এক জনের কটাক্ষ, “আপনি কাকে খুশি রাখতে গিয়ে এ ধরনের টুইট করছেন?” শাহিদ জামাল নামের এক জন লিখেছেন, “আপনি যে বিষয়ে জানেন না, তা নিয়ে টুইট করবেন না!” মুসলিম মহিলাদের সুরক্ষার প্রশ্নেও কাইফকে বিদ্ধ করেছেন অনেকে। এ রকমই এক জন নেটিজেন লিখেছেন, “ইসলামেই মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত... আর মুসলিম হিসেবে আপনার সেটা জানা উচিত।”

আরও পড়ুন

তিন তালাক নিয়ে মত আলাদা ছিল প্রধান বিচারপতিরই

এক সময় বাইশ গজে দুরন্ত ব্যাটিং-ফিল্ডিং করতেন। ক্রিকেট ছাড়ার পর সোশ্যাল মিডিয়াতেও সে ভাবেই ঝোড়ো ইনিংস খেলেছেন। স্ত্রী-ছেলের সঙ্গে দাবা খেলার ছবি পোস্ট করেছেন। আবার তাঁর সূর্য নমস্কারের মতো যোগাসনের ছবি দেখিয়ে জানিয়েছেন তাতে ফিটনেস বজায় রাখা যায়। দাবা বা যোগাসন ইসলাম বিরোধী বলে টুইটারে সমালোচনার তির ধেয়ে এসেছে তাঁর দিকে। তবে তা নিয়ে কখনই দমে থাকেননি তিনি। এ বারও তাই তিন তালাক নিয়ে মুখ খুলেছেন কাইফ।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের এই রায় মুসলিম মহিলাদের জয়

সোশ্যাল মিডিয়ায় কাইফ ট্রোলড হলেও তাঁর সুরেই মুখ খুলেছেন বহু বিশিষ্টজন। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ লিখেছেন, “তিন তালাককে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করে ঠিক কাজ করেছে সুপ্রিম কোর্ট। এটা অত্যন্ত আপত্তিজনক প্রথা।” এর মধ্যে রয়েছেন অলিম্পিক পদক জয়ী প্রাক্তন শুটার এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজনীতিবিদ রাজ্যবর্ধন রাঠৌরও বা হিনা সিন্ধুর মতো বিশ্বমানের শুটার। কাইফের মতো এঁরা দু’জনেই সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন।

Mohammad Kaif Triple Talaq Supreme Court Social Media মহম্মদ কাইফ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy