Advertisement
E-Paper

যুদ্ধ শুরু রাহুলের, বামফ্রন্টের হুঁশিয়ারি এবং আরও খবর

প্লেনারি অধিবেশনের মঞ্চ থেকে লোকসভা ভোটের ডাক দিয়ে দলকে চাঙ্গা করাই এখন মূল লক্ষ্য রাহুলের। দুর্নীতি প্রশ্নে প্রধানমন্ত্রীকে বিঁধতে গিয়ে মোদী নামের সঙ্গে মিল টেনে ললিত থেকে নীরব— সবাইকে এক সূত্রে গেঁথেছেন রাহুল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ০৭:০০

আধুনিক যুগের ‘কৌরবদের’ বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দ্বিতীয় মহাভারতের যে যুদ্ধে ‘কৌরব’ বিজেপি এবং আরএসএস। আর ‘পাণ্ডব’ কংগ্রেস। রবিবার প্লেনারি অধিবেশনের মঞ্চ থেকে শাসক বিজেপির দুই প্রধান ক্ষমতাধর, নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সরাসরি নিশানা করা শুধু নয়, সেই সঙ্গে আরএসএসের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলেন রাহুল।

প্লেনারি অধিবেশনের মঞ্চ থেকে লোকসভা ভোটের ডাক দিয়ে দলকে চাঙ্গা করাই এখন মূল লক্ষ্য রাহুলের। দুর্নীতি প্রশ্নে প্রধানমন্ত্রীকে বিঁধতে গিয়ে মোদী নামের সঙ্গে মিল টেনে ললিত থেকে নীরব— সবাইকে এক সূত্রে গেঁথেছেন রাহুল। যার জবাবে বিজেপির বক্তব্য, সব মোদীকে এক আসনে বসিয়ে রাহুল প্রধানমন্ত্রীর জাত তুলে আক্রমণ করেছেন।

দেশ জুড়ে নরেন্দ্র মোদী-অমিত শাহদের জয়রথ থামাতে বিরোধী শিবিরে উঠে আসছে জোট বাঁধার ডাক। বরাবরের শত্রুতা সরিয়ে রেখে উত্তরপ্রদেশের উপনির্বাচনে একজোট হয়ে দেখিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি! জাতীয় স্তরে বিজেপি-বিরোধীদের মতোই পশ্চিমবঙ্গে তৎপর হচ্ছে তৃণমূল-বিরোধীরাও। অভিন্ন প্রতিপক্ষ যে হেতু তৃণমূল, তাই তাদের রুখতে পঞ্চায়েত ভোটে একজোট হওয়ার আহ্বান নিয়ে তৃণমূল স্তরে বাকি বিরোধীদের কাছে যাচ্ছে বিজেপি। এবং তাতে অশনি সঙ্কেত দেখছে বামফ্রন্ট!

এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...

• সাদিক মিয়াঁর মুখে গ্রাম শোনে রামকথা

ধর্মের নামে যাঁরা ঘৃণা ছড়ান, তাঁদেরও ক্ষমা করার পথে আনতে চান তিনি। বিহারের জহানাবাদ জেলার সাদিক মিয়াঁ। অনেকেই বলেন সাদিক বাবা। সবিস্তার পড়তে ক্লিক করুন

• পোকায় ভরেছে মায়ের মৃতদেহ, নির্বিকার ছেলে

দুর্গন্ধ বেরোচ্ছে মায়ের মৃতদেহ থেকে। পোকায় ছেয়ে গিয়েছে গোটা শরীর। তারই পাশে ভাবলেশহীন বসে ছেলে। পড়শিরা গিয়ে তা দেখে হতবাক। সবিস্তার পড়তে ক্লিক করুন

• সন্ত্রাসের মাঠে ফুটবল পায়ে নাদিয়ার জাদু

নিত্যসঙ্গী সন্ত্রাস-রক্ত-গুলি। বাতাসে ভেসে বেড়ায় আতঙ্ক। তার মধ্যেই স্বপ্ন দেখেন তিনি। বল পায়ে ফুল ফোটান মাঠে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের পায়েও সেই স্বপ্নটা ছড়িয়ে দেন বছর একুশের নাদিয়া নিঘাত। সবিস্তার পড়তে ক্লিক করুন

• শেষ বলে ছয় মেরে নাগিন নাচের ওঝা কার্তিক

শারজায় জাভেদ মিয়াঁদাদের শেষ বলে ছক্কা মেরে চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি ফিরিয়ে আনলেন দীনেশ কার্তিক। সবিস্তার পড়তে ক্লিক করুন

• মুখে কলম চলে দ্রুত, মাধ্যমিক দিচ্ছে কলিম

কলিম আনসারির মাধ্যমিক পরীক্ষা দেওয়া দেখতে গোটা স্কুলেরই কৌতূহল। হবে না-ই বা কেন! কলিম হাতে নয়, মুখ দিয়ে লেখে। সবিস্তার পড়তে ক্লিক করুন

Morning News Wrap Rahul Gandhi Congress President BJP Congress 84th Congress plenary Left Front CPM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy