একই পরিবারের তিন জনের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিল্লির কালকাজিতে। বন্ধ ঘর থেকে মা এবং দুই পুত্রের দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, তিন জনই আত্মহত্যা করেছেন। তবে কারণ এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো ৪৭ মিনিট নাগাদ কালকাজি থানায় পিসিআর ফোনে এই আত্মহত্যার খবর দেওয়া হয়। মৃতেরা হলেন অনুরাধা কপূর (৫২) এবং তাঁর দুই পুত্র আশিস (৩২) এবং চৈতন্য (২৭)। কী ভাবে এই আত্মহত্যার ঘটনা জানা গেল? জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল কপূর পরিবারে। দুপুর নাগাদ পুলিশ এবং আদালতের কর্মী সম্পত্তি দখলের আদেশনামা ধরাতে এসেছিলেন। কিন্তু ওই বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বার বার ডাকাডাকি, দরজা ঠেলাঠেলি করেও কোনও লাভ হয়নি। তখন ওই বাড়ির একটি ‘ডুপ্লিকেট’ চাবি জোগাড় করে দরজা খোলা হয়। দেখা যায় বাড়ির সিলিং ফ্যান থেকে তিন জনের দেহ ঝুলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেই নোটে উল্লেখ করা হয়েছে পারিবারিক হতাশা এবং মানসিক যন্ত্রণার কথা! সূত্রের খবর, অনেক দিন আগে অনুরাধার স্বামীর মৃত্যু হয়েছিল। ভাড়াবাড়িতে দুই পুত্রকে নিয়ে থাকতেন ওই মহিলা। এই পরিবারটি দীর্ঘ দিন ধরেই আর্থিক সঙ্কটে ভুগছিল। তার ফলে ভাড়াও বাকি পড়ে গিয়েছিল। সেই কারণে ওই বাড়ির মালিক ভাড়াটের উচ্ছেদ করতে আদালতের দ্বারস্থ হন। বাড়ির মালিক মামলা জেতায় ভাড়া ফ্ল্যাট খালি করার নির্দেশ নিয়ে হাজির হয়েছিলেন আদালতের কর্মী। তখনই আত্মহত্যার ঘটনাটি প্রকাশ্যে আসে।
আরও পড়ুন:
তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের আত্মহত্যার নেপথ্যে কোনও প্ররোচনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সুইসাইড নোটটিও যাচাই করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।