Advertisement
২০ এপ্রিল ২০২৪
Delhi chemicals

দিল্লিতে চলন্ত বাইকে বিষাক্ত রাসায়নিক পড়ে মৃত্যু আরোহীর

বিষাক্ত রাসায়নিকেই প্রাণ হারান ওই ব্যক্তি।

গ্রাফিক: তিয়াসা দাস।

গ্রাফিক: তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৮ ১৩:৫৯
Share: Save:

মেট্রো স্টেশনের কাজ চলছিল। পূর্ব দিল্লির জোহরি এনক্লেভ মেট্রো স্টেশন। এখনও শুরু হয়নি যাত্রী চলাচল। পাশ দিয়েই যাচ্ছিল একটি বাইক। ছিলেন দুই বাইক আরোহীও। আচমকাই একটা তরল গড়িয়ে পড়ল তাঁদের গায়ে। বিষাক্ত রাসায়নিকে জ্বলে উঠল সারা শরীর।

নির্মীয়মাণ সংস্থার কর্মীরাই ওই দুই বাইক আরোহীকে হাসপাতালে নিয়ে যান। বিষাক্ত রাসায়নিকের ফলেই প্রাণ হারালেন অমিত চৌহান নামে এক ব্যক্তি। রাহুল নামে অপর এক ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

গাজিয়াবাদের এসএসপি বৈভব কৃষ্ণ বলেন, জোহরি এনক্লেভ মেট্রো স্টেশন এলাকার পাশে ঘটনাটি ঘটেছে। রাহুল সংবাদ সংস্থাকে বলেন, ‘‘বাইকের পাশেই কোনও একটি যানবাহন থেকে এই রাসায়নিক পড়ে গিয়েছিল বাইক আরোহীদের গায়ে।’’

আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে পড়েই যাচ্ছিলেন ছাত্রী, তার পর কী হল দেখুন রুদ্ধশ্বাস ভিডিয়ো

পূর্ব দিল্লির জিটিবি হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিষাক্ত রাসায়নিকের ফলে ‘বার্ন ইনজুরি’-র কারণেই প্রাণ হারান এই আরোহী।

দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, সংস্থার কোনওরকম দায় নেই। এ রকম কোনও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে কোনও কাজই হচ্ছে না মেট্রোয়।

আরও পড়ুন: নিয়মিত ঠাট্টা, দুই দাদাকে গুলি করে খুন করল ভাই

এসএসপি বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই জাতীয় কোনও রাসায়নিক গায়ে ফেলা হতে পারে। তদন্ত শুরু হয়েছে।

দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Metro Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE