Advertisement
০১ মে ২০২৪

বিতর্কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

সুষমা স্বরাজ, বসুন্ধরা রাজের পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ফের নতুন বিতর্কে বিজেপি। মধ্যপ্রদেশের গারোথ বিধানসভায় শনিবার উপনির্বাচন হওয়ার কথা।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০৩:২৭
Share: Save:

সুষমা স্বরাজ, বসুন্ধরা রাজের পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ফের নতুন বিতর্কে বিজেপি।

মধ্যপ্রদেশের গারোথ বিধানসভায় শনিবার উপনির্বাচন হওয়ার কথা। আর তার আগে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিজেপি নেতা রাজেশ চৌধুরির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় দলের হয়ে ভোট এনে দেওয়ার বিনিময়ে তাঁকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেছেন শিবরাজ।

এই ফোনালাপটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে শিবরাজকে বলতে শোনা যাচ্ছে, ‘‘যথেষ্ট শক্তিশালী হওয়া সত্ত্বেও তুমি (রাজেশ) দলকে টিকিট এনে দিতে পারোনি। উপনির্বাচনে বিজেপির অবস্থা মোটেও ভাল নয়। তাই বিজেপি যাতে অনেক ভোটে নির্বাচন জিততে পারে, তার জন্য তোমাকে চেষ্টা করতে হবে।’’ এর পর শিবরাজ আরও বলেন, ‘‘ভোটের পর আমি তোমাকে এর চেয়েও বড় পদ দিয়ে সম্মানিত করব।’’

গোটা বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। অভিযোগের সমর্থনে নির্বাচন কমিশনের কাছে অডিও টেপও জমা দিয়েছে তারা। শিবরাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ।

শিবরাজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রাজ্য বিজেপি। তাঁদের পাল্টা দাবি, ওই অডিও টেপটি ভুয়ো। উপনির্বাচনের আগে বিজেপির নামে কুৎসা ছড়ানোর জন্য এ সব করা হচ্ছে।

বিজেপি বিধায়ক এবং মুখপাত্র বিশ্বাস সারঙ্গ অভিযোগ করেছেন, উপনির্বাচনে কংগ্রেস হারবে। তাই বিজেপির নামে কুৎসা ছড়ানোর জন্য তারা এই খেলা শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE