Advertisement
১১ মে ২০২৪

অম্বানী-পুত্রের জন্য হিরের টুকরো মেয়ে

হীরক ব্যবসায়ী রাসেল ও মোনা মেটার ছোট মেয়ে শ্লোকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে মুকেশ অম্বানীর বড় ছেলে আকাশের। মোনার ভাইয়ের স্ত্রী নীরবের বোন পূর্বী। অর্থাৎ, আকাশ অম্বানীর মামিশাশুড়ি হবেন তিনি।

শ্লোক মেটা ও আকাশ অম্বানী

শ্লোক মেটা ও আকাশ অম্বানী

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৮ ০৩:৩৫
Share: Save:

সম্পর্ক আগে থেকেই ছিল। এ বার আরও ঘনিষ্ঠ বন্ধনে বাঁধা পড়ছে মুকেশ অম্বানী ও নীরব মোদীর পরিবার।

হীরক ব্যবসায়ী রাসেল ও মোনা মেটার ছোট মেয়ে শ্লোকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে মুকেশ অম্বানীর বড় ছেলে আকাশের। মোনার ভাইয়ের স্ত্রী নীরবের বোন পূর্বী। অর্থাৎ, আকাশ অম্বানীর মামিশাশুড়ি হবেন তিনি। যে হিরে শিল্পপতিকে নিয়ে দেশের অর্থনীতি তোলপাড় হচ্ছে, তাঁর পরিবারের সঙ্গে অম্বানীদের এই রত্নখচিত বন্ধন নিয়ে শুরু হয়েছে চর্চা। গুঞ্জনের পারদ আরও চড়েছে, কারণ বিভিন্ন ব্যাঙ্কের করা দুর্নীতি মামলা ও পানামা পেপারে রয়েছে রাসেল মেটার ‘রোজি ব্লু ডায়মন্ডস’-এর নাম।

নীরব-পরিবারের সঙ্গে অম্বানীদের ঘনিষ্ঠ সম্পর্কের নজির অবশ্য এই প্রথম নয়। নীরবের ভাই নীশলের দুই মামাশ্বশুর হচ্ছেন মুকেশ ও অনিল অম্বানী। জন্মসূত্রে বেলজিয়ান বংশোদ্ভূত নীশলের নামেও পিএনবি-দুর্নীতিতে এফআইআর করেছে সিবিআই।

২০১৬-র ৪ ডিসেম্বর নীশলের সঙ্গে বিয়ে হয়েছিল ধীরুভাই অম্বানীর মেয়ে, মুকেশ ও অনিলের ছোট বোন দীপ্তির মেয়ে ঈশিতার। সেই বিয়ের আগে মুম্বইয়ে তাঁর বাড়ি ‘আন্তালিয়া’য় ভাবী দম্পতির জন্য দুরন্ত প্রি-ওয়েডিং পার্টি দিয়েছিলেন ধনীশ্রেষ্ঠ ভারতীয়।

তা ছাড়া, নীরবের সংস্থার বড়কর্তা বিপুল অম্বানী আবার মুকেশ-অনিলের জেঠতুতো ভাই। পিএনবি দুর্নীতি মামলায় সিবিআই ইতিমধ্যেই গ্রেফতার করেছে বিপুলকে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে সহপাঠী ছিল শ্লোক ও আকাশ। শ্লোকের পড়াশোনা লন্ডন স্কুল অব ইকনমিক্স এবং প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে। ২০১৪-এর জুলাইয়ে বাবার সংস্থায় ডিরেক্টর হিসেবে যোগ দেন তিনি। তার পর ২০১৫-য় শুরু করেন নিজের সংগঠন ‘কনেক্ট ফর’। অনুদানকারী ও স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে সংযোগস্থাপন করাই এই ‘কনেক্ট ফর’-এর কাজ।

এই বিয়ে নিয়ে অবশ্য মুখ খুলছে না দুই পরিবার। তবে জানা গিয়েছে, কয়েক দিনের মধ্যেই বাগ্‌দানের তারিখ ঘোষণা হয়ে যাবে। মার্চের শেষে বাগ্‌দান আর বিয়ে হবে এ বছরই ৮ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে।

১ জানুয়ারি তড়িঘড়ি দেশছাড়া নীরবের পরিবার কি থাকবে অতিথি-তালিকায়?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE