Advertisement
২০ এপ্রিল ২০২৪

মুলায়মের নামে অভিযোগ দায়ের

ফোনে শাসাচ্ছেন সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব, এই অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন এক আইপিএস অফিসার। আইজি পদমর্যাদার অফিসার অমিতাভ ঠাকুরের দাবি, গত কাল বিকেল পৌনে পাঁচটা নাগাদ মুলায়মের বাসভবন থেকে একটি ফোন আসে তাঁর নম্বরে।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০২:৫৩
Share: Save:

ফোনে শাসাচ্ছেন সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব, এই অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন এক আইপিএস অফিসার। আইজি পদমর্যাদার অফিসার অমিতাভ ঠাকুরের দাবি, গত কাল বিকেল পৌনে পাঁচটা নাগাদ মুলায়মের বাসভবন থেকে একটি ফোন আসে তাঁর নম্বরে। দু’মিনিট দশ সেকেন্ড দীর্ঘ ওই ফোনালাপ আজ প্রকাশ্যে এনেছেন ওই অফিসার। অমিতাভর অভিযোগ, কথা না শুনলে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে— এই ভাষায় হুমকি দেওয়া হয়েছে তাঁকে। শনিবার লখনউয়ের হজরতগঞ্জ থানায় মুলায়মের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি।

আইপিএস অফিসার অমিতাভর স্ত্রী নূতন ঠাকুর এক জন সমাজকর্মী। সম্প্রতি রাজ্যের কয়লামন্ত্রী গায়েত্রীপ্রসাদ প্রজাপতির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সেই অভিযোগ যাতে তাঁরা তুলে নেন— চাপ বাড়াতেই ফোনে হুমকি দেওয়ার কৌশল বেছে নেওয়া হয়েছে বলে অনুমান দম্পতির।

২০০৬-এ ফিরোজাবাদের পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন অমিতাভ। তখন যসরানায় তাঁর উপর চড়াও হন এক সপা বিধায়ক। ওই আইপিএস অফিসার জানান, ফোনে সেই ঘটনার উল্লেখ করে মুলায়ম বলেন, ‘‘আপনার অভব্যতার খবর পাচ্ছি। বোধহয় যসরানার ঘটনার কথা আপনার মনে নেই...আবার ওই রকমই কিছু একটা করতে হবে দেখছি।’’ তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মুখ খোলেননি মুলায়ম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE