Advertisement
E-Paper

‘আমি থাকলে অন্য রকম হতো’, জোট করায় পুত্র অখিলেশকে তোপ মুলায়মের

মুলায়ম অবশ্য একেবারেই খুশি নন এই বোঝাপড়ায়। তাঁর কথায়, ‘‘আমরা বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করতে পারতাম। দলের অর্ধেক কর্মী-সমর্থকদের কোনও কাজ থাকবে না। ওঁদের আমরা কী উত্তর দেব।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৮
সঙ্ঘাতে পিতা-পুত্র। ফাইল চিত্র।

সঙ্ঘাতে পিতা-পুত্র। ফাইল চিত্র।

লখনউতে খাস সমাজবাদী পার্টির সদর দফতরের সামনে দাঁড়িয়ে ছেলে অখিলেশকে তোপ দাগলেন বাবা মুলায়ম। লোকসভা নির্বাচনে মায়াবতীর সঙ্গে জোট করার জন্যই ছেলেকে দুষলেন মুলায়ম। একই সঙ্গে জানালেন, ‘‘আমি থাকলে এই পরিস্থিতি দেখতে হতো না।’’

ষোড়শ লোকসভার শেষ অধিবেশনেই সামনে এসেছিল ছেলের সঙ্গে মতানৈক্যের ইঙ্গিত। সবাইকে অবাক করে ভরা সংসদে নরেন্দ্র মোদীকে বলে দিয়েছিলেন, ‘‘আমি আপনাকেই প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসতে দেখতে চাই।’’ বৃহস্পতিবার লখনউতে দলের সদর দফতরের সামনে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় সরাসরি ছেলেকেই নিশানা বানালেন তিনি। বললেন, ‘‘আমি একা লড়েই ৪২টি আসনে জিতে দেশের প্রতিরক্ষামন্ত্রী হয়েছিলাম। সেখানে অখিলেশ ৪২টি আসনে লড়তেই নামছে না। ওর জন্যই এই জোট হয়েছে। আমি থাকলে পরিস্থিতি অন্য হতো।’’

উত্তরপ্রদেশে দীর্ঘ দিনের বৈরিতা পিছনে ফেলে আগামী লোকসভা নির্বাচনে জোট করে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন অখিলেশ আর মায়াবতী। সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির এই জোট ঘুম কেড়ে নিতে পারে কংগ্রেস-বিজেপির, এমনটাই অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের। মুলায়ম অবশ্য একেবারেই খুশি নন এই বোঝাপড়ায়। তাঁর কথায়, ‘‘আমরা বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করতে পারতাম। দলের অর্ধেক কর্মী-সমর্থকদের কোনও কাজ থাকবে না। ওঁদের আমরা কী উত্তর দেব।’’

আরও পড়ুন: ‘দেশ কাঁদছিল, আর মোদী শুটিং করছিলেন’! পুলওয়ামা নিয়ে তোপ কংগ্রেসের

একই সঙ্গে দলের প্রার্থী তালিকায় মহিলাদের সংখ্যা কমে যাওয়ার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছেন মুলায়ম। তাঁর কথায়, ‘‘অনেক আগেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা উচিত ছিল। এতে নিশ্চিত ভাবেই সুবিধা পেয়ে গিয়েছে বিজেপি। কারণ, ভোটের কয়েক দিন আগেও কর্মী-সমর্থকেরা জানতেন না, তাঁরা কার হয়ে প্রচার করবেন।’’

আরও পড়ুন: যুদ্ধের জন্য তৈরি নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান, উড়ানে খোদ সেনাপ্রধান

Mulayan Singh Yadav Akhilesh Yadav মুলায়ম সিংহ যাদব উত্তরপ্রদেশ মায়াবতী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy