Advertisement
১১ মে ২০২৪

আর্জি খারিজ, মেমনের ফাঁসি ৩০ জুলাই

ইয়াকুব মেমনের ফাঁসি রদের আবেদন বাতিল করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই রায়ের ফলে মুম্বই বিস্ফোরণ মামলায় অন্যতম অভিযুক্ত ইয়াকুব মেমনের ফাঁসির পথে আর কোনও বাধা রইল না। মহারাষ্ট্রের প্রশাসন সূত্রে খবর, আগামী ৩০ জুলাই মেমনের ফাঁসি হতে পারে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ১৭:০৯
Share: Save:

ইয়াকুব মেমনের ফাঁসি রদের আবেদন বাতিল করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই রায়ের ফলে মুম্বই বিস্ফোরণ মামলায় অন্যতম অভিযুক্ত ইয়াকুব মেমনের ফাঁসির পথে আর কোনও বাধা রইল না। মহারাষ্ট্রের প্রশাসন সূত্রে খবর, আগামী ৩০ জুলাই মেমনের ফাঁসি হতে পারে।

১৯৯৩-এর মুম্বই সিরিয়াল বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত ইয়াকুব মেমন। এই বিস্ফোরণে প্রায় ২৫০ জন প্রাণ হারিয়েছিলেন। এই বিস্ফোরণের আর এক অভিযুক্ত ইয়াকুবের ভাই ইব্রাহিম ওরফে টাইগার মেমন এখনও পলাতক। পলাতক আর এক অভিযুক্ত দাউদ ইব্রাহিমও।

২০০৭-এ মুম্বইয়ের সন্ত্রাসবিরোধী আদালত ইয়াকুব মেমনের ফাঁসির আদেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে ইয়াকুব। সেই আবেদন বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এর পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে ইয়াকুব। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চলতি বছরেই সেই আবেদন বাতিল করে দেন। মহারাষ্ট্র সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলেন রাষ্ট্রপতি। এর পর ফের সুপ্রিম কোর্ট আবেদন করে ইয়াকুব। সেই আবেদনে মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী বলে মেমন প্রমাণিত হলেও যেহেতু মেমন কোনও বিস্ফোরণ প্রত্যক্ষ ভাবে ঘটায়নি তাই তার ফাঁসির সাজার বিরোধিতা করা হয়। এ দিন সেই আবেদনও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

মেমন এখন নাগপুর জেলে বন্দি। সেখানেও ফাঁসির ব্যবস্থা রয়েছে। মহারাষ্ট্র প্রশাসন সূত্রে খবর, হয় নাগপুর জেলে নয় তো পুণের ইয়েরওয়াড়া জেলে মেমনের ফাঁসি হতে পারে। ২৬/১১ হামলায় অভিযুক্ত আজমল কাসভের ফাঁসি হয়েছিল ইয়েরওয়াড়া জেলেই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ জানিয়েছেন, সব ব্যবস্থা করা হয়েছে। ইয়াকুব মেমনের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mumbai Yakub Memon SC curative petition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE