Advertisement
E-Paper

লুফতহানসার বিমানে ঘোষণা করল ভারতীয় বালক

‘আপনারা যে যাঁর সিট বেল্ট বেঁধে ফেলুন। বিমান আর কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে।’ জার্মান বিমান সংস্থা লুফতহানসার বিমানে ঘোষকের ভূমিকায় ন’বছরের ভারতীয় বালক।ফ্রাঙ্কফুর্ট থেকে মুম্বইগামী বিমানে যাত্রীদের স্বাগত জানানো থেকে শুরু করে টেক অফের আগের মুহূর্তের ঘোষণা- সবটাই করল যশস দাসানি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ২৩:৩৮

‘আপনারা যে যাঁর সিট বেল্ট বেঁধে ফেলুন। বিমান আর কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে।’ জার্মান বিমান সংস্থা লুফতহানসার বিমানে ঘোষকের ভূমিকায় ন’বছরের ভারতীয় বালক।ফ্রাঙ্কফুর্ট থেকে মুম্বইগামী বিমানে যাত্রীদের স্বাগত জানানো থেকে শুরু করে টেক অফের আগের মুহূর্তের ঘোষণা- সবটাই করল যশস দাসানি। এই প্রথম কোনও শিশুকে দিয়ে বিমানে লাইভ ঘোষণা করালো কোনও বিমানসংস্থা।

কী ভাবে এই সুযোগ এল যশস-এর কাছে?

প্রতিযোগিতায় জিতে। কী ভাবে বিমানের যাত্রীদের স্বাগত জানাবে, বিমান ওড়ার আগের মুহূর্তেই কী ভাবে ঘোষণা করবে— এই নিয়ে ‘ইওর অ্যানাউন্সমেন্ট কনটেস্ট’ নামে একটি অনলাইন প্রতিযোগিতা হয়। সেখানে সারা বিশ্বের ৬-১০ বছরের শিশুরা অংশ নেয়। প্রায় ২৫০ জন প্রতিযোগীর মধ্যে থেকে বিমান সংস্থা লুফতহানসা প্রাথমিক ভাবে ১৫ জনকে বেছে নিয়েছিলেন। তাদের প্রত্যেকের পাঠানো ভিডিও পরীক্ষা করে দেখেন ওই বিশেষজ্ঞরা। শেষ পর্যন্ত মুম্বইয়ের যশস দাসানি এই প্রতিযোগিতায় জিতে সত্যিসত্যিই বিমানের ঘোষক হওয়ার সুযোগ পেল। এক জন পেশাদার কেবিন ক্রু-এর মতো ঘোষণার ভিডিও দেখে লুফত্হংস-র বিশেষজ্ঞরাও বিস্মিত হন। অনলাইনে পাবলিক পোলের ভিত্তিতে যশসকে বেছে নেওয়া হয়। পুরস্কার হিসাবে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে যশসকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাঁকে ফ্লাইট অ্যাটেন্ড্যান্টের পোশাকও দেওয়া হয়।

ফ্রাঙ্কফুর্ট থেকে মুম্বইগামী বিমান এলএইচ ৭৫৬-তে যাত্রীদের এক জন পোশাদার অ্যাটেন্ড্যান্ট-এর স্টাইলেই স্বাগত জানায় যশস। বিমান যাত্রীরা তাঁর ঘোষণায় মুগ্ধ হন। হাততালিতে ফেটে পড়ে গোটা বিমান। বিমান মুম্বই-এর মাটি ছোঁয়ার আগে কেবিন থেকে যাত্রীদের উদ্দেশে আবার যশস-এর ঘোষণা। এ বার বিদায় জানানোর।

দেখুন সেই ভিডিও

আরও খবর...

প্রেমের ফাঁদ পেতে লুঠ! বিয়ে পাগলরাই বেশি টার্গেট তিন নারীর

Yashas Dassani Lufthansa Announcment Mumbai Frankfurt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy