Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

জলখাবার না করার ‘শাস্তি’, দৃষ্টিহীন কাকিমাকে ১৪ বার ছুরি মেরে খুন করল ভাইঝি

অভিযোগ, জলখাবার করতে অস্বীকার করার পরই স্বপ্না রান্নাঘরে গিয়ে ছুরি নিয়ে এসে বৃদ্ধার মাথায় পরপর আঘাত করতে থাকেন। শোভাদেবীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। কিন্তু হাসপাতালে পাঠানোর আগে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ২৩:১৫
Share: Save:

৭৫ বছরের বৃদ্ধা। তার উপর অন্ধ। বয়স আর দৃষ্টিহীনতার জন্য চলাফেরাই যাঁর পক্ষে অসম্ভব, তাকেই বলেছিলেন সকালের জলখাবার করতে। না শোনার ‘শাস্তি’ দিতেই বৃদ্ধাকে ১৪ বার ছুরি মেরে খুন করলেন ভাইঝি! সোমবার সকালে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুম্বইয়ের ঠাণে এলাকায়। মৃতা শোভা কুলকার্নির বাড়িতেই থাকতেন ভাইঝি স্বপ্না কুলকার্নি। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পাঠানো হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে।

চাকরি-বাকরি পাননি। ঠাণে এলাকায় অন্ধ কাকিমা শোভার সঙ্গেই থাকতেন স্বপ্না। অভিযোগ, সত্তরোর্ধ্ব সেই কাকিমাকে দিয়েই ঘরের প্রায় সব কাজকর্ম করাতেন তিনি। সোমবার সকালে জলখাবার করার কথা বলেন স্বপ্না। কিন্তু বৃদ্ধা এদিন তাতে রাজি হননি।

অভিযোগ, জলখাবার করতে অস্বীকার করার পরই স্বপ্না রান্নাঘরে গিয়ে ছুরি নিয়ে এসে বৃদ্ধার মাথায় পরপর আঘাত করতে থাকেন। শোভাদেবীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। কিন্তু হাসপাতালে পাঠানোর আগে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার।

আরও পড়ুন: ব্রহ্মস মিসাইলের তথ্য আইএসআইকে পাচারের অভিযোগ! গ্রেফতার সংস্থার ইঞ্জিনিয়ার

আরও পড়ুন: হিন্দিভাষীদের উপরে হামলা, গুজরাত ছেড়ে পালাচ্ছেন শয়ে শয়ে মানুষ

পাড়া প্রতিবেশীরা পুলিশে খবর পাঠান। রবোদি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। বাড়ি থেকেই গ্রেফতার করে স্বপ্নাকে। আদালতে তোলা হলে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, ৩০২ ধারায় একটি খুনের মামলা রুজু হয়েছে। শুধুই জলখাবার না করার জন্য, নাকি খুনের পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Stab Aunt Mumbai Blind Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE