সন্তানের জন্ম দিলেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত খুনে অভিযুক্ত তাঁর স্ত্রী মুস্কান রস্তোগী। স্বামীকে খুনের অভিযোগে গত ১৮ মার্চ গ্রেফতার হওয়ার পর থেকে মেরঠের জেলে বন্দি মুস্কান। বন্দি রয়েছেন আর এক অভিযুক্ত তথা মুস্কানের প্রেমিক সাহিল শুক্ল।
মেরঠের জেল সুপার বীরেশ রাজ শর্মা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রসবযন্ত্রণা ওঠে মুস্কানের। তাঁকে লালা লাজপত রাই মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক সাকুন সিংহ মুস্কানের চিকিৎসা করেন। সংবাদসংস্থা পিটিআইকে চিকিৎসক জানিয়েছেন, মুস্কান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছেন।
জেল সুপার জানিয়েছেন, মুস্কানের সন্তানপ্রসবের কথা তাঁর পরিবারকে জানানো হয়েছে। কিন্তু পরিবারের কোনও সদস্য এখনও পর্যন্ত হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসেননি। মুস্কানের শারীরিক পরিস্থিতির উপর সর্ব ক্ষণ নজরদারি চালানো হচ্ছে। তাঁর পাহারায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, সৌরভের পরিবার আগেই জানিয়ে দিয়েছিল যে, মুস্কানের সন্তানকে তারা স্বীকার করবে না। মুস্কানের পরিবারও জানিয়ে দিয়েছে, তারা তাদের কন্যার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করছে।
দিনকয়েক আগেই মুস্কানের পরিবার জানিয়েছিল যে, সৌরভের খুনে তাঁদের কন্যার নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই এলাকায় একঘরে হয়ে পড়েছে তারা। পড়শিরা কেউ কথা বলেন না। মুস্কানের বাবার যে ব্যবসা রয়েছে, তা-ও প্রায় বন্ধ হওয়ার উপক্রম। মুস্কানের বাবা প্রমোদ রস্তোগী দিন কয়েক আগে সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘‘‘‘এই শহরে যন্ত্রণার অনেক স্মৃতি রয়েছে। সেই স্মৃতি ভুলে নতুন করে আবার জীবন শুরু করতে চাই।’’
প্রসঙ্গত, গত ৪ মার্চ নীল ড্রামের ভিতর থেকে সৌরভের টুকরো করা দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাঁকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে খুনের পর দেহ টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। সেই ঘটনায় গ্রেফতার হন সৌরভের স্ত্রী মুস্কান এবং তাঁর প্রেমিক সাহিল।