Advertisement
১০ সেপ্টেম্বর ২০২৪
Rajasthan

সর্ষের তেলের ট্যাঙ্কার উল্টে দুর্ঘটনা, লুট করতে হুড়োহুড়ি স্থানীয়দের

রাজস্থানের সিরোহি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সর্ষের তেলের ট্যাঙ্কার। দুর্ঘটনাস্থলে গিয়ে তেল সংগ্রহ করলেন স্থানীয়দের একাংশ।

photo of oil tanker

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
জয়পুর শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৩ ১৪:৫১
Share: Save:

সর্ষের তেলের ট্যাঙ্কার উল্টে গেল রাজস্থানে। রাস্তায় গড়িয়ে পড়ল কয়েকশো লিটার সর্ষের তেল। খবর পাওয়া মাত্রাই বোতল, পাত্র নিয়ে ছুটে গেলেন স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কার থেকে সর্ষের তেল সংগ্রহ করতে ভিড় জমালেন স্থানীয় মানুষ। যার জেরে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ভিড় সরায়। শনিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহি জেলায়।

পুলিশ সূত্রে খবর, ট্যাঙ্কারে কয়েকশো লিটার সর্ষের তেল ছিল। গুজরাতের গান্ধীধাম থেকে তেল নিয়ে মধ্যপ্রদেশ যাচ্ছিল ট্যাঙ্কারটি। একটি বাইকের সঙ্গে দুর্ঘটনা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিন্ডওয়াড়ার কাছে চার লেনের মহাসড়কে উল্টে যায় ট্যাঙ্কারটি।

এর পরেই বোতল, পাত্র নিয়ে দুর্ঘটনাস্থলে যান স্থানীয়রা। সর্ষের তেল সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সরান। ট্যাঙ্কারটি সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনায় সামান্য জখম হয়েছেন ট্যাঙ্কার চালক। তাঁর চিকিৎসা করানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajasthan Oil Tanker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE