Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অত্যাচার চলছে, রায়ানে অভিযুক্তের বাবার দাবি

তাঁর ‘নির্দোষ’ ছেলের উপরে অত্যাচার চালাচ্ছে সিবিআই, দাবি করলেন প্রদ্যুম্ন-খুনে অভিযুক্ত রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ১৬ বছরের ছাত্রটির বাবা। তাঁর অভিযোগ, ‘‘আমার ছেলের উপরে অত্যাচার চলছে, উল্টো করে ঝুলিয়ে বীভৎস ভাবে মারধর করা হচ্ছে। ও একেবারে নিরপরাধ।’’

প্রদ্যুম্ন-খুনে অভিযুক্ত রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ১৬ বছরের ছাত্র। ছবি: সংগৃহীত।

প্রদ্যুম্ন-খুনে অভিযুক্ত রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ১৬ বছরের ছাত্র। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ০২:৪৩
Share: Save:

তাঁর ‘নির্দোষ’ ছেলের উপরে অত্যাচার চালাচ্ছে সিবিআই, দাবি করলেন প্রদ্যুম্ন-খুনে অভিযুক্ত রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ১৬ বছরের ছাত্রটির বাবা। তাঁর অভিযোগ, ‘‘আমার ছেলের উপরে অত্যাচার চলছে, উল্টো করে ঝুলিয়ে বীভৎস ভাবে মারধর করা হচ্ছে। ও একেবারে নিরপরাধ।’’

বৃহস্পতিবার ওই কিশোরকে ৩ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেয় জুভেনাইল কোর্ট। তদন্তকারী সংস্থা সে দিন কোর্টকে রিপোর্ট দিয়েছিল, নিজের বাবা ও অন্য এক ব্যক্তির সামনে ছেলেটি তার অপরাধের কথা স্বীকার করেছে। সিবিআইয়ের দাবি, শিক্ষক-অভিভাবক বৈঠক পিছোতে স্কুলে ছুটি ঘোষণার ছক কষেছিল সে। আর সেই কারণেই ঠান্ডা মাথায় খুন করা হয় দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুম্নকে।

ওই কিশোরের বাবার অভিযোগ উড়িয়ে দিয়ে তদন্তকারী সংস্থার আরও দাবি, ঘটনার পরে দু’মাস কেটে গেলেও কোনও হেলদোল দেখা যায়নি ছেলেটির ব্যবহারে। পরিবার, বন্ধুবান্ধব, কারও চোখে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। কাছের বন্ধুদের কাছেও মুখ খোলেনি সে। অভিযুক্তের বাবার অবশ্য যুক্তি, ‘‘ও রকম অপরাধ করার পরে এতটুকু ছেলে এত স্বাভাবিক থাকতে পারে কখনও?’’ ছেলের পড়াশোনার প্রসঙ্গ উঠলেও বাবা বলেন, ‘‘এখনও পর্যন্ত অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের মিটিং এক বারই হয়েছে। সকলে তো ছেলের পড়াশোনা ও ব্যবহার নিয়ে প্রশংসাই করেছিল। আমার কাছে মার্কশিটও রয়েছে।’’

আদালতের নির্দেশ মেনে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেরা করা হচ্ছে অভিযুক্তকে। খুনের ঘটনার পুনর্নির্মাণও করেছে সিবিআই। কোন দোকান থেকে ছুরি কিনেছিল সে, তা জানার চেষ্টা করছে তারা। ২২ নভেম্বর, পরের শুনানির আগে পর্যন্ত অভিযুক্তকে ফরিদাবাদের হোমে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE