রাতে ‘সাপের রূপ’ ধরেন স্ত্রী। তার পর তাঁকে মেরে ফেলার ভয় দেখান। স্ত্রীর হাত থেকে বাঁচতে নিরাপত্তা চেয়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন এক যুবক। তাঁর অভিযোগ শুনে জেলাশাসকও স্তম্ভিত হয়ে যান। ঘটনাটি উত্তরপ্রদেশের সীতাপুরের।
সীতাপুর জেলায় প্রশাসনের তরফে ‘সমাধান দিবস’-এর আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন জেলাশাসক। তিনি লোকজনের অভাব-অভিযোগ শুনছিলেন। সেই সময় মীরাজ নামে এক যুবক জেলাশাসকের কাছে আর্জি জানান, স্ত্রীর হাত থেকে তাঁকে যেন রক্ষা করা হয়। তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তাঁকে প্রশ্ন করা হয়, কেন নিরাপত্তার অভাব বোধ করছেন। তখন মীরাজ উত্তরে যা বলেন তা শুনে উপস্থিত লোকজন তো বটেই, জেলাশাসকও হতবাক হয়ে যান।
মীরাজের দাবি, ‘‘রোজ রাতে আমার বৌ সাপের রূপ ধারণ করে। সাপের মতো আওয়াজ করতে থাকে। আমাকে ভয় দেখায়।’’ মীরাজ জানিয়েছেন, তাঁর স্ত্রী মানসিক ভাবে অসুস্থ। রাত হলেই নিজেকে ‘সাপ’ বলে মনে করেন। আর তার পরই শুরু হয় তাণ্ডব। ভয়ে তিনি সিঁটিয়ে থাকেন। কখনও বাড়ি ছেড়ে বেরিয়েও যান। বৌয়ের ভয়ে রাতের ঘুম উড়ে গিয়েছে তাঁর। স্থানীয় থানায় এ বিষয়ে বেশ কয়েক বার জানালেও কোনও সাহায্য পাননি বলে দাবি মীরাজের। তাই কোনও উপায় না পেয়ে জেলাশাসকের দরবারে হাজির হয়েছেন। মীরাজের সব কথা শোনার পর এই ঘটনার তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন জেলাশাসক। এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।’’