Advertisement
২০ মে ২০২৪

ইসরোর গবেষণাগারের আকাশে রহস্যজনক বস্তু!

তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে মহাকাশ কেন্দ্র ইসরোর গবেষণাগারের আকাশে রহস্যজনক বস্তুকে উড়ে যেতে দেখেন এক দল পশুপালক। কাছের জঙ্গলের আকাশেও দেখা মেলে একই বস্তুর।

এমন বস্তুরই দেখা মেলে। ছবি: ফেসবুক।

এমন বস্তুরই দেখা মেলে। ছবি: ফেসবুক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৫ ১৬:০৭
Share: Save:

হচ্ছেটা কী?

এ বার কী হলিউড ছেড়ে ভিনগ্রহের নজর পড়ল আমাদের ভারতের উপর। হলিউড অ্যাকশন ছবিতে তো হরদমই দেখা যায় চুড়ান্ত ক্ষমতাশালী অত্যাধুনিক অস্ত্র নিয়ে পৃথিবীতে হামলা চালাচ্ছে ভিনগ্রহের কিছু অদ্ভুতদর্শী প্রাণী। তেমন হামলা কী এ বার আমাদের দেশে হতে চলেছে? কেন না প্রথমে উত্তরের গোরক্ষপুর তার পর এ বার সুদূর দক্ষিণপ্রান্তের তামিলনাড়ু। গুজব ছড়াল রহস্যজনক বস্তু দেখার।

তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে মহাকাশ কেন্দ্র ইসরোর গবেষণাগারের আকাশে রহস্যজনক বস্তুকে উড়ে যেতে দেখেন এক দল পশুপালক। কাছের জঙ্গলের আকাশেও দেখা মেলে একই বস্তুর। রহস্যজনক বস্তু দেখে এক মুহূর্তে তো বিশ্বাস হচ্ছিল না তাঁদের। একা নয় অনেকে মিলে একই জিনিষ দেখেন তাঁরা। সকলে মিলে দেখেছেন। তাই না বিশ্বাস করাও কারণ নেই। ইসরোর সাইরোজেনিক সেন্টারের কাছে সপ্তম ওয়াচ টাওয়ারের উপর রহস্যজনক বস্তু উড়ে যেতে দেখেন ওই মেষপালকরা। গত রবিবার এই বস্তু দেখেন তাঁরা। তার পরই তাঁদের দাবি ঘিরেই আপাতত চাঞ্চল্য ছড়িয়েছে । ওই মেষপালকদের দাবির জেরেই আপাতত সরগরম বিজ্ঞানী মহল। তবে মেষপালকদের দাবি উড়িয়ে দিয়েছেন ইসরো কর্তৃপক্ষ। ওই মেষপালকদের পুলিশ, বনদফতরের পাশাপাশি জেরা করছে ইসরোও।

গত নভেম্বরেই গোরক্ষপুরে বিশালকার ইউএফও দেখা গিয়েছে বলে গুজব ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় সে ছবি ভাইরালও হয়ে যায়। গোরক্ষপুরের পাদ্রী বাজারে বিশালকার ধূসর বস্তু দেখে উত্তেজনা ছড়ায়। কেউ কেউ আবার বলেন কানপুর, লখনউতেও এমন জিনিষ দেখা যায় বলে অনেকে দাবি করেন। ভাইরাল হওয়া ছবি ফটোশপের কারসাজি বলে প্রশ্ন তোলেন অনেকে। যাই হোক এখনও পর্যন্ত অবশ্য তামিলনাড়ুর ঘটনার ক্ষেত্রে এমন কোন কথা শোনা যায়নি।

এই সংক্রান্ত আরও খবর...

• গোরক্ষপুরের ইউএফও কি ফটোশপের কারসাজি?

• গোরক্ষপুরের আকাশে ইউএফও?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mysterious object isro mahendragiri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE