Advertisement
১০ মে ২০২৪

স্ট্রং-রুমে রহস্যময় আলো, চাঞ্চল্য

মাঝরাতে একটি মাকড়সার ‘খেলায়’ ভোট-রাজনীতির উত্তাপ বাড়ল হাইলাকান্দিতে। স্ট্রং-রুমে ছুটলেন জেলার পুলিশকর্তারা!

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ০২:৫০
Share: Save:

মাঝরাতে একটি মাকড়সার ‘খেলায়’ ভোট-রাজনীতির উত্তাপ বাড়ল হাইলাকান্দিতে। স্ট্রং-রুমে ছুটলেন জেলার পুলিশকর্তারা!

কী হয়েছিল গত রাতে? পুলিশ সূত্রে খবর, হাইলাকান্দির সরকারি ভি এম বিদ্যালয়ে ইভিএমের স্ট্রং-রুম তৈরি করা হয়েছে। তার চারপাশে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী। দিনরাত সেখানে পালা করে পাহারা দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ওই ঘরে রয়েছে সিসিটিভি ক্যামেরাও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাঝরাতে আচমকা সিসিটিভি ফুটেজে দেখা যায় স্ট্র-রুমের ভিতরে ‘রহস্যময়’ একটা আলো রয়েছে। মনে হচ্ছিল, সেটা যেন টর্চের আলো। রাজনৈতিক দলের সদস্যরা তা দেখেই দলের নেতা, সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে খবর পাঠান। শুরু হয়ে যায় হইচই। ঘটনার খবর পেয়েই ওই স্কুলে পৌঁছন আলগাপুর কেন্দ্রের এআইইউডিএফ প্রার্থী নিজামউদ্দিন লস্কর, হাইলাকান্দির বিজেপি প্রার্থীও। হাইলাকান্দির বিভিন্ন এলাকাতেও এ নিয়ে চাঞ্চল্য ছড়ায়। রাত ১২টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন জেলা নির্বাচনী আধিকারিক রাজীব রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাজমোহন রায়। তাঁদের নির্দেশে সিসিটিভি টেকনিশিয়ান আশিস দাস সেখানে যান। তিনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানান, ক্যামেরার লেন্সের সামনে কোনও মাকড়সা জাল বুনেছে। তাতেই আলোর এই কারিকুরি।

পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজমোহন রায় এ নিয়ে কোনও গুজবে কান না দিতে অনুরোধ জানিয়েছেন। এআইইউডিএফ প্রার্থী নিজামউদ্দিন চৌধুরী অবশ্য বলেন, ‘‘আগে হাইলাকান্দির গণনাকেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এ সব ঘটনায় চিন্তা হওয়াটাই স্বাভাবিক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mysterious light Hailakandi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE