তিন বছর পরে এই প্রথম তাঁরা এক মঞ্চে। পাশাপাশি। এত দিন বিহার দেখেছে তাঁদের পারস্পরিক আক্রমণ, প্রতি-আক্রমণ। আজ পটনার গাঁধী ময়দান সাক্ষী হয়ে থাকল সেই দু’জনের পারস্পরিক পিঠ চাপড়ানির। ইনি ওঁর প্রশংসা করেন, তো উনি এঁর। প্রায় পাল্লা দিয়ে পারস্পরিক প্রশস্তি। এক জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্য জন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর ওঁদের যিনি মেলালেন তিনি দশম শিখ গুরু গোবিন্দ সিংহ।
পটনায় গুরু গোবিন্দ সিংহের ৩৫০তম জন্মজয়ন্তী বর্ষের তিন দিন ব্যাপী সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে আজ গাঁধী ময়দানের মঞ্চে হাজির ছিলেন নরেন্দ্র মোদী, নীতীশ কুমার, পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান প্রমুখ।
প্রধানমন্ত্রীর আগে ভাষণ দিতে উঠে নীতীশ বলেন, ‘‘মোদীজি এমন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন যে রাজ্যের জন্ম থেকেই সেখানে মদ নিষিদ্ধ। উনি ১২ বছর সেখানে মুখ্যমন্ত্রী থেকে সেই নিষেধাজ্ঞার ধ্বজাকে তুলে ধরে রেখেছিলেন। সারা দেশে এই নিষেধাজ্ঞা বলবৎ করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি।’’ এর পরে মোদীও তাঁর ভাষণে নীতীশের ‘ড্রিম প্রোজেক্ট’, বিহারে মদের উপর নিষেধাজ্ঞা জারির ঢালাও প্রশংসা করলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘‘মদের বিরুদ্ধে নীতীশ কুমারের অভিযানকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকেই সমর্থন করি। নীতীশজির এই আন্দোলনকে ‘জন-জন কা আন্দোলন’-এ রূপান্তর করতে প্রত্যেক দল, সামাজিক সংগঠন, প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।’’ তাঁর মতে, নীতীশজির নেতৃত্বে মদের বিরুদ্ধে বিহারের এই আন্দোলন সারা দেশের কাছেই উদাহরণস্বরূপ।