Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সাংসদদের মাইনে বাড়াচ্ছেন না মোদী

নিজের গরিব-দরদি ভাবমূর্তি ধরে রাখতে সাংসদদের বেতন বৃদ্ধির প্রস্তাব ছ’মাস ধরে আটকে রেখেছেন নরেন্দ্র মোদী।

দিগন্ত বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মে ২০১৭ ০২:৫৮
Share: Save:

নিজের গরিব-দরদি ভাবমূর্তি ধরে রাখতে সাংসদদের বেতন বৃদ্ধির প্রস্তাব ছ’মাস ধরে আটকে রেখেছেন নরেন্দ্র মোদী।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার আগেই যোগী আদিত্যনাথের নেতৃত্বে কমিটি সাংসদদের বেতন দ্বিগুণ করার সুপারিশ করেছে। তার পরেও মাস ছয়েক কেটে গিয়েছে, বিষয়টি পড়ে আছে প্রধানমন্ত্রীর টেবিলে। বিষয়টি নিয়ে তাগাদা দিতে বিজেপি সাংসদদের এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেও মোদীর ধমক খেয়ে ফিরে আসতে হয়েছে সেই দলটিকে। বিরোধীরাও এ নিয়ে প্রধানমন্ত্রীকে বলছেন।

কিন্তু কেন নারাজ প্রধানমন্ত্রী?

বিজেপির এক নেতার বক্তব্য, মোদী এখন গরিবের মসিহা হয়ে উঠছেন। যে সংসদে আশি শতাংশের বেশি সাংসদ কোটিপতি, সেখানে সাংসদদের মাইনে দ্বিগুণ করলে প্রধানমন্ত্রীর নিজেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। যদিও সরকারের এক সূত্রের মতে, বিষয়টি বিবেচনাধীন। রাষ্ট্রপতির মাইনে বাড়িয়ে মাসিক পাঁচ লক্ষ এবং উপরাষ্ট্রপতির মাইনে সাড়ে তিন লক্ষ টাকা করার প্রস্তাব রয়েছে। প্রধানমন্ত্রীর ছাড়পত্র পেলে রাষ্ট্রপতি নির্বাচনের পরে একবারে সব করা হবে। তবে সাংসদদের বেতন বৃদ্ধিতে আরও সমস্যা রয়েছে। মাত্র একদিনের জন্য সাংসদ হলেও তাঁকে জীবনভর পেনশন দিতে হয়। এ নিয়ে একটি মামলাও হয়েছে। সেই দিকটিও দেখতে হচ্ছে সরকারকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Salary MP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE