Advertisement
E-Paper

ছবি-ভিডিয়োয় মেসির সঙ্গে যাঁদের দেখলাম, যুবভারতী কেলেঙ্কারির দায় তাঁদের প্রত‍্যেকের! বলে দিলেন অরূপের ‘ডেপুটি’ মনোজ তিওয়ারি

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। সরাসরি নাম না-করলেও, ঘটনার দায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপরেও চাপিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং অরূপের ডেপুটি মনোজ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৩:০০
picture of football

(বাঁ দিক থেকে) অরূপ বিশ্বাস, লিয়োনেল মেসি এবং মনোজ তিওয়ারি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

লিয়োনেল মেসির কলকাতা সফর ঘিরে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির। ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসাবে বার বার আঙুল উঠছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে। তাঁর দফতরের প্রতিমন্ত্রীও কার্যত দায়ী করলেন অরূপকে।

মনোজের বক্তব্য, শনিবার মেসির পাশে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের সকলকেই বিশৃঙ্খলার দায় নিতে হবে। আনন্দবাজার ডট কম-কে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ফোনে বলেছেন, ‘‘বিভিন্ন ভিডিয়ো এবং ছবিতে যাঁদের দেখলাম, তাঁদের প্রত‍্যেকেরই দায়। যাঁদের জন‍্য মেসি দ্রুত মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিলেন, দায় তাঁদের সকলের।’’ ঘটনা হল, ছবিতে যাঁদের দেখা গিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন অরূপও। গত বেশ কয়েক মাস যাবৎই দল এবং প্রশাসনের সঙ্গে মনোজের সম্পর্ক অবশ্য ভাল নয়। তিনি মন্ত্রী হলেও বিধানসভার অধিবেশনে যোগ দেন না। দফতরের কাজেও তাঁকে সে ভাবে দেখা যায় না। ফলে অনেকে মনোজের বক্তব্যের মধ্যেই সেই বিষয়গুলিও মনে করিয়ে দিতে চাইছেন।

টিকিটের দাম এবং মেসিকে ঘিরে থাকা জটলার দিকে আঙুল তুলে মনোজ রবিবার বলেন, ‘‘মেসিকে ঘিরে অন্তত ২০০ লোক ছিল দেখলাম। এত লোকের ওখানে থাকা উচিত হয়নি। টিকিটের এত দাম রাখাও ঠিক হয়নি। কলকাতা তো মুম্বই-দিল্লি নয়।’’

মনোজ সরাসরি নাম না-করলেও ঘিরে থাকা মানুষদের মধ্যে ছিলেন মন্ত্রী অরূপও। বরং অরূপই মেসির সবচেয়ে কাছে ছিলেন। নিরাপত্তারক্ষীরা একাধিক বার সরে যাওয়ার অনুরোধ করলেও শোনেননি রাজ্যের ক্রীড়ামন্ত্রী। মেসিকে জড়িয়ে ধরে ছবি তুলেও বিতর্কে জড়িয়েছেন। শনিবার থেকেই সাধারণ ক্রীড়াপ্রেমীদের রোষানলে রয়েছেন তিনি।

জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ শনিবারও মুখ খুলেছিলেন সমাজমাধ্যমে। লিখেছিলেন, ‘‘আমার শহরে যা ঘটেছে, তাতে আমি বাক্‌রুদ্ধ। খুবই লজ্জাজনক ঘটনা এটা। এক জন আন্তর্জাতিক ক্রীড়াবিদ হিসাবে অনুভব করতে পারছি, মেসির জন্য কতটা লজ্জাজনক পরিস্থিতি ছিল। আমরা সকলে মেসিকে ভালবাসি। তাঁকে ঘিরে এই উন্মাদনা প্রত্যাশিতই ছিল। ’’

মনোজ আরও লিখেছেন, ‘‘মূল আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতার হয়েছেন। দ্রুততার সঙ্গে পদক্ষেপ করায় পুলিশ বিভাগকে ধন্যবাদ। যুবভারতীতে বাংলার ফুটবলপ্রেমীদের কষ্টার্জিত অর্থ এবং আবেগ নিয়ে শতদ্রু যে ভাবে ছেলেখেলা করেছেন, তা শাস্তিযোগ্য। কঠোর শাস্তি হওয়া উচিত। শতদ্রুর আর একটি মিথ্যা প্রতিশ্রুতি এবং অব্যবস্থাপূর্ণ ঘটনা। সৌভাগ্য যে আমি উপস্থিত ছিলাম না।’’ এ ধরনের অনুষ্ঠান আয়োজনে শতদ্রুর যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মনোজ। লিখেছেন, ‘‘কলকাতায় এই ধরনের ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে শতদ্রুর যোগ্যতা নিয়ে আমি প্রথম থেকেই সন্দিহান ছিলাম। মেসির মতো এক জন কিংবদন্তি খেলোয়াড়ের অনেক ভাল কিছু প্রাপ্য ছিল। আমি নিশ্চিত রাজ্য সরকার শতদ্রু এবং ব্যবস্থাপকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে। এটা কলকাতার প্রাপ্য ছিল না।’’

Manoj Tiwary Lionel Messi Arup Biswas Yuva Bharati Krirangan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy