করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে ফের সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র। আগামী ৪ ডিসেম্বর শুক্রবার এই বৈঠক ডাকা হয়েছে। লোকসভা ও রাজ্যসভার সব দলের নেতা-নেত্রীদের বৈঠকে ডাকা হয়েছে বলে সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। বৈঠকে সরকার পক্ষের নেতা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশে কোভিড পরিস্থিতি পর্যালোচনায় এই নিয়ে দ্বিতীয় বার সর্বদল বৈঠক ডাকল মোদী সরকার। এ বারের বৈঠকে সরকারের পক্ষে প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী থাকতে পারেন বলে পিটিআই জানিয়েছে। ইতিমধ্যেই সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে সব দলের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও খবর।
গত ৮ এপ্রিলের ওই বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল মূলত দেশব্যাপী লকডাউন ও আনলক প্রক্রিয়া। কী ভাবে কঠোর লকডাউন প্রয়োগ করা যায়, কখন থেকে শিথিলতা আনা যেতে পারে, সেই সব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেছিলেন বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে। কংগ্রেসের পক্ষ থেকে গুলাম নবি আজাদ, তৃণমূলের সুদীপ ভট্টাচার্য-সহ অধিকাংশ দলের নেতা-নেত্রীই অংশগ্রহণ করেছিলেন।