দেশের অনেকগুলি রাজ্যে নিজ দলের কঠিন পরীক্ষা চলছে। সেই সংঘর্ষের ময়দান থেকে দূরে বাসভবনের সবুজ লনে আজ বোর্ডের পরীক্ষায় বসতে চলা ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো মাধ্যমে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে কখনও যেন তিনি ‘তারে জমিন পর’ ছবির নিকুম্ভ স্যর, কখনও ‘থ্রি ইডিয়টস’-এর রাঞ্চো! অভিভাবকদের পরামর্শ দিলেন, “নিজেদের মনস্কামনার চাপ সন্তানের উপর ফেলবেন না।”
কিছু বিষয় কঠিন লাগে বলে পড়তে ইচ্ছা করে না, উপায় কী? অন্ধ্রপ্রদেশের পুন্য শুভর এই প্রশ্নের জবাবে মোদীর পরামর্শ, ভোরে উঠে সতেজ মাথায় আগে যে বিষয় কঠিন লাগে তার চর্চা করা উচিত। তিনি নিজেও তাই করেন বলে জানিয়েছেন। “মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়ে আমাকেও অনেক কিছু শিখতে হয়েছে, পড়তে হয়েছে। আমি ভোরে উঠে দিন শুরু করি, যেগুলি আমার কাছে কঠিন বিষয় সেগুলি দিয়ে। অফিসাররাও জানেন, তাঁরা আমাকে কঠিন বিষয়ের ফাইল সকালেই দেন।” পাশাপাশি মোদীর বক্তব্য, “যাঁরা জীবনে সফল তাঁরা সব বিষয়েই সফল নন। কিন্তু যে কোনও একটি বিষয়ে তাঁদের দক্ষতা বেশি।” উদাহরণ হিসাবে তিনি বলেন, “যদি লতা দিদি (মঙ্গেশকর)-কে কেউ বলেন এসে ভূগোল পড়াও। সেটা কি ঠিক হবে!”
আজকের বাচ্চারা জাঙ্ক ফুডের ভক্ত, সমাধান কী জানতে চাইলেন অভিভাবকরা। প্রধানমন্ত্রীর সহাস্য বক্তব্য, “এই প্রশ্নের জবাবে আমি কি মুচকি হাসব না মন খুলে হাসব সেটাই ভাবছি!” পরে অবশ্য এই বিষয়েও পরামর্শ দিতে কসুর করেননি তিনি। বলেছেন, দেশের সনাতন খাবারগুলির সম্পর্কে বাচ্চাদের সচেতন করার জন্য পরিবারের বড়দের বিভিন্ন পরিকল্পনা নিতে। এক প্রশ্নের জবাবে মোদী বলেন, দুই প্রজন্মের ফাঁক কমাতে তাঁর নিদান, বাবা মা-দেরও নিজেদের বয়স ভুলে সন্তানের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে হবে।