স্টেট ব্যাঙ্ককে চাপ দিয়ে নরেন্দ্র মোদী সরকার ‘গুজরাত স্টেট পেট্রোলিয়াম কর্পোরেশন’কে দেউলিয়া ঘোষণা থেকে বাঁচাতে চায় বলে অভিযোগ তুলল কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশের অভিযোগ, গুজরাত সরকারের ওই সংস্থাকে যাতে দেউলিয়া ঘোষণা না করা হয়, তার জন্য রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলারের বিরুদ্ধে কোর্টে গিয়েছেন মোদীরা।
মোদী সরকারের রাফাল দুর্নীতির সঙ্গে তুলনা টেনে গুজরাত স্টেট পেট্রোলিয়াম কর্পোরেশন (জিএসপিসি)-কে বড় মাপের দুর্নীতি আখ্যা দিয়ে রমেশের যুক্তি, জিএসপিসি ১৫টি ব্যাঙ্ক থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নেয়। কিন্তু তারা না কোনও গ্যাস উত্তোলন করেছে, না ধার শোধ করেছে। ধার শুধতে মোদী সরকার ওএনজিসি-কে ৮ হাজার কোটি টাকা দিয়ে জিএসপিসি-র শেয়ার কিনতে বাধ্য করেছে। রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলার অনুযায়ী, যে সংস্থার ২ হাজার কোটি টাকার বেশি বকেয়া ঋণ, তাদের আজই দেউলিয়া ঘোষণা করতে হত। জিএসপিসি-র ক্ষেত্রে সেটাই হওয়ার কথা। কিন্তু এখন বিদ্যুৎ সংস্থাগুলিকে দিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলারের বিরুদ্ধে ইলাহাবাদ কোর্টে মামলা করানো হচ্ছে। রমেশের প্রশ্ন, ‘‘মোদীই ঘটা করে জিএসপিসি-র গ্যাস উত্তোলনের কথা ঘোষণা করেছিলেন। তা হলে এখন প্রধানমন্ত্রী চুপ কেন?’’