“প্রাণ যায় যাক, কিন্তু কথার খেলাপ হবে না।” ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম বিহার সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন কথা রেখেছেন তিনি। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে বিহারের মধুবনীর সভা থেকে মোদী বলেছিলেন, “যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত।” শুক্রবার সেই বিহারেরই কারাকাট থেকে প্রতিশ্রুতিরক্ষার কথা বললেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, “আমি বলেছিলাম যে, দোষীরা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত। প্রতিশ্রুতিরক্ষা করে আজ আমি আবার বিহারে এসেছি।” সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে বলে জানান প্রধানমন্ত্রী। সেই সূত্রেই তিনি বলেন, “যদি সন্ত্রাসবাদ আবার ফণা তোলার চেষ্টা করে, তা হলে গর্ত থেকে বার করে এনে পিষে দেব।”
আরও পড়ুন:
মাওবাদী দমন নিয়েও মুখ খোলেন মোদী। বলেন, “দেশের সব শত্রুর বিরুদ্ধেই আমাদের লড়াই, সে তারা সীমান্তের ও পারে থাক বা দেশের ভিতরে। বিহারের মানুষ দেখেছেন, যারা হিংসা এবং অশান্তি ছড়িয়েছে, আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছি।’’ তাঁর সরকারের আমলে দেশের মাওবাদী উপদ্রুত জেলার সংখ্যা ১২৫ থেকে কমে ১৮ হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।