গুজরাতের জুনাগড়ে রয়েছে গিরনার বন্যপ্রাণী অভয়ারণ্য। সিংহের জন্য এই অভয়ারণ্য ভারতে বিখ্যাত। কিছুদিন আগে সেই অরণ্যের এক সিংহের গাছে চড়ার ছবি পোস্ট করেছিলেন জুনাগড়ের ডেপুটি কনজারভেটর সুনীল কুমার বেরয়াল। গির অরণ্যে টহল দেওয়ার সময় বনকর্মী দীপক তুলেছিলেন ছবিটি। সেই ছবি সোমবার নরেন্দ্র মোদী শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। আর প্রধানমন্ত্রীর টুইটের পরই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
গির অরণ্যের সিংহের ছবিটি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘অপূর্ব সুন্দর গির অরণ্যের সিংহ। দারুণ ছবি।’ সেই ছবিতে দেখা যাচ্ছে লাল রঙের ফুলের গাছে চড়ে রয়েছে একটি এশীয় সিংহ।
বিশ্বের মধ্যে শুধুমাত্র গির অরণ্যেই এশিয়াটিক সিংহের দেখা মেলে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের তথ্যানুসারে, গির অভয়ারণ্যের সাড়ে ৮০০ বর্গমাইল এলাকায় প্রায় ৫০০টি সিংহ বাস করে।
Majestic Gir Lion....Lovely picture! https://t.co/jl5zdxW9PV
— Narendra Modi (@narendramodi) March 11, 2019
আরও পড়ুন: অস্ত্র আমদানিতে বিশ্বে দ্বিতীয় ভারত