Advertisement
১১ মে ২০২৪

‘আপনি নামদার, আর আমি কামদার!’ রাহুলকে পাল্টা চ্যালেঞ্জ মোদীর!

আজ কর্নাটকে ভোট-প্রচারে গিয়ে মোদী পাল্টা বলেন, ‘‘কংগ্রেস সভাপতিকে চ্যালেঞ্জ করছি, কর্নাটকে আপনাদের সরকার কী কী কাজ করেছে, কাগজ না দেখে ১৫ মিনিট তা নিয়ে বলুন। হিন্দি, ইংরেজি কিংবা আপনার মায়ের মাতৃভাষায়!’’

খোশমেজাজে: ভোটের প্রচার সভায় নরেন্দ্র মোদী এবং বিএস ইয়েদুরাপ্পা। মঙ্গলবার কর্নাটকের চামারাজানগরে। পিটিআই

খোশমেজাজে: ভোটের প্রচার সভায় নরেন্দ্র মোদী এবং বিএস ইয়েদুরাপ্পা। মঙ্গলবার কর্নাটকের চামারাজানগরে। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মে ২০১৮ ০২:৫৮
Share: Save:

রাহুল গাঁধীর দিকেই ১৫ মিনিটের ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন নরেন্দ্র মোদী। তবে নিজের বিরুদ্ধে তোলা অভিযোগের জবাব না দিয়েই মোদী গেলেন পাল্টা আক্রমণে। রাহুলকে কটাক্ষ করে বললেন, ‘‘আপনি নামদার, আর আমি কামদার!’’

ক’দিন আগেই রাহুল বলেছিলেন, ১৫ মিনিট তাঁকে সংসদে বলার সুযোগ দেওয়া হোক। রাফাল থেকে নীরব মোদী— সরকারের দুর্নীতি নিয়ে যা বলবেন, তাতে বসে থাকা সম্ভব হবে না প্রধানমন্ত্রীর। আজ কর্নাটকে ভোট-প্রচারে গিয়ে মোদী পাল্টা বলেন, ‘‘কংগ্রেস সভাপতিকে চ্যালেঞ্জ করছি, কর্নাটকে আপনাদের সরকার কী কী কাজ করেছে, কাগজ না দেখে ১৫ মিনিট তা নিয়ে বলুন। হিন্দি, ইংরেজি কিংবা আপনার মায়ের মাতৃভাষায়!’’ জবাব দিতে নেমেছে কংগ্রেসও। দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘নীরব মোদী, জয় শাহ, পীযূষ গয়ালদের কাজ নিয়ে বলার জন্য প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন রাহুল। কিন্তু দুর্নীতি নিয়ে জবাবই দেননি মোদী। আমরা প্রধানমন্ত্রীকে বলছি, আপনি ‘কামদার’ নন, ‘দাগদার’দের (দুর্নীতিগ্রস্ত) বন্ধু!’’

সান্তেমারানাহালি, উদুপির সভায় চড়া সুরে কংগ্রেসকে নিশানা করেন মোদী। রাহুলকে তাঁর কটাক্ষ, ‘‘ওঁর ক্ষেত্রে ১৫ মিনিট বলাটাই বিরাট ব্যাপার। মনে হয়, যখন সেটা শুনব, বসে থাকতে পারব না। সত্যি, কী দৃশ্য হবে! কংগ্রেস সভাপতি, স্যর, আপনার সামনে সত্যিই বসে থাকতে পারব না। আপনি নামদার (বিখ্যাত) আর আমি কামদার (সাধারণ কর্মী)। রাজ্যে বিজেপি কর্মীদের হত্যার অভিযোগ এনে মোদী বলেন, ‘‘আমরা ইজ অব ডুইং বিজনেস-এ উৎসাহ দিই। আর ওদের (কংগ্রেস) সংস্কৃতি, ইজ অব ডুইং মার্ডার।’’ মোদী টেনে আনেন মোহনদাস কর্মচন্দ গাঁধীকেও। তাঁর কটাক্ষ, স্বাধীনতার পরে ক‌ংগ্রেসকে তুলে দেওয়ার কথা বলেছিলেন গাঁধী। কর্নাটকে কংগ্রেস হারলে, তাঁর সেই ইচ্ছা বাস্তবায়িত হবে।

আরও পড়ুন: বিদ্যুৎ-বিতর্কে মোদী বিঁধলেন রাহুলকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE