এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে বুলেট ট্রেন। আগামী বৃহস্পতিবার জাপান যাচ্ছেন মোদী। শুক্রবার শুরু হচ্ছে ভারত-জাপান শীর্ষ সম্মেলন। জানা গিয়েছে, শুক্রবারই মিয়াগিতে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানির নির্মীয়মাণ ই-১০ সিরিজ়-এর বুলেট ট্রেন পরিদর্শনে নিয়ে যাওয়া হবে মোদীকে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবাও তঁর সঙ্গে থাকবেন বলে খবর। ওই ট্রেন জাপানে চালু হওয়ার পরপরই ভারতে মুম্বই-আমদাবাদের মধ্যে চলাচল শুরু করতে পারে।
প্রধানমন্ত্রী মোদীর ২০১৫ সালের জাপান সফরে মুম্বই-আমদাবাদের মধ্যে বুলেট ট্রেন চালুর চুক্তি হয়েছিল। তখন কথা হয়, জাপান তাদের ই-৫ সিরিজের বুলেট ট্রেন ভারতকে সরবরাহ করবে। পরে জাপান সিদ্ধাম্ত বদলিয়ে ই-১০ সিরিজের বুলেট ট্রেনের প্রস্তাব দিয়েছে। প্রাথমিক আলোচনায় দু’দেশের কর্তারা ওই ট্রেন কেনার আলোচনা সেরে রেখেছেন। আর তাই মোদীকে সরাসরিকারখানায় নিয়ে গিয়ে ই-১০ সিরিজের নির্মীয়মাণ ট্রেন দেখাতে চানজাপানের প্রধানমন্ত্রী।
ই-১০ সিরিজের যে নতুন ট্রেন তৈরি হচ্ছে, সেটির বৈশিষ্ট্য হল তা ঘূর্ণিঝড় বা ভূমিকম্পেও বেলাইন হবে না। এমনকি মুখোমুখি সংঘর্ষেও নয়। ক্ষয়ক্ষতি যা হওয়ার সামনের কামরার হবে। সেই কামরাই যাবতীয় ধাক্কা সামলে নেবে। ইঞ্জিনে কোনও চালক থাকবেন না।
আমেরিকার শুল্ক জরিমানার উদ্বেগের মধ্যে মোদীর আসন্ন জাপান সফর কিছুটা অক্সিজেন নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক সূত্রের খবর, ভারতে প্রায় ৬৮ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা স্থির করেছে জাপান। মোদীর সফরে এই ঘোষণা হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)