নীল টি-শার্ট আর কালো প্যান্ট পরে নরেন্দ্র মোদী শেখাচ্ছেন ত্রিকোণাসন।
জুন মাসে আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে যোগগুরুর ভূমিকায় নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তবে সশরীরে নন, থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে। যেখানে মোদীরই আদলে এক ব্যক্তি শেখাচ্ছেন যোগাসন।
প্রধানমন্ত্রীর যোগ নিয়ে রাহুল গাঁধী কম কটাক্ষ করেননি। একবার দিল্লির রাজপথে যোগের পর রাহুল বলেছিলেন, ‘‘তাঁর যোগশিক্ষক বলেছিলেন, যিনি পদ্মাসন করতে পারেন না, তিনি যোগটাই পারেন না। আর প্রধানমন্ত্রী পদ্মাসন করতেই পারেন না। পুরোটাই ভাঁওতা।’’ সম্প্রতি দলের প্লেনারি অধিবেশনেও রাহুল কটাক্ষ করে বলেছিলেন, ‘‘কৃষকরা মরছেন, যুবকেরা কাজ পাচ্ছেন না। আর প্রধানমন্ত্রী বলছেন, ইন্ডিয়া গেটে যোগ করুন!’’