Advertisement
২০ এপ্রিল ২০২৪
Naseeruddin Shah

‘কেউ কেউ পাকিস্তান চলে যেতেন বলেন, কিন্তু আক্রান্তদের তুলনায় আমার এই সমস্যা কিছুই নয়’

দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনায় মৃতদের পরিবারের লোকজনদের প্রতি নিজের সহমর্মিতা ব্যক্ত করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ছবি টুইটার থেকে সংগহীত।

অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ছবি টুইটার থেকে সংগহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২২ জুলাই ২০১৯ ১৭:০৫
Share: Save:

দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনায় মৃতদের পরিবারের লোকজনদের প্রতি সহমর্মিতা ব্যক্ত করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ

রবিবার মুম্বইয়ে ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া একটি আলোচনা সভার আয়োজন করে। সেই সভার বিষয়বস্তু ছিল ঘৃণা-অপরাধে রাষ্ট্রের ভূমিকা। সেখানেই গণপিটুনিতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। গণপিটুনিতে মৃত বা ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেছেন, ‘‘এই অনুষ্ঠানে তাঁদের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। তাদের সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই। জীবনে আমাদের থেকে বেশি সমস্যার মুখোমুখি তাঁদের হতে হয়। তাঁদের সেই সমস্যার দুই শতাংশের মুখোমুখিও আমাদের হতে হয় না।’’

নির্যাতিতদের কথা বলতে গিয়ে এর আগে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল নাসিরুদ্দিনকে। সেই প্রসঙ্গে এ দিন তিনি বলেছেন, ‘‘কিছু লোক আমাকে বিশ্বাসঘাতক বলেন। পাকিস্তানেও চলে যেতে বলেন। কিন্তু গণপিটুনিতে ক্ষতিগ্রস্তদের কষ্টের কাছে এই সব কথার কষ্ট তুলনাতেই আসে না।’’

এর আগেও গণপিটুনির নিন্দা করে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন তিনি।

আরও পড়ুন: বন্যার ‘রিপোর্টিং’ করে হৃদয় জিতল কুরুক্ষেত্রের স্কুল ছাত্রী! ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: ১৬ মাস ধরে নাবালক-সহ ছ’জনের লালসার শিকার মা-হারা কিশোরী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Naseeruddin Shah Mumbai Lynching
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE