Advertisement
০৮ মে ২০২৪
Draupadi Murmu

রাষ্ট্রপতি দ্রৌপদী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, কংগ্রেস নেতাকে মহিলা কমিশনের নোটিস

সম্প্রতি গুজরাতে একটি কর্মসূচিতে রাষ্ট্রপতি বলেছিলেন, ‘‘দেশের ৭৬ শতাংশ নুন গুজরাতে উৎপন্ন হয়। তাই এ কথা বলা যেতে পারে যে, গোটা ভারতই গুজরাতের নুন খায়।’’

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কংগ্রেস নেতা উদিত রাজ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কংগ্রেস নেতা উদিত রাজ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১৭:৪৭
Share: Save:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কংগ্রেসের দলিত নেতা উদিত রাজকে নোটিস পাঠাল জাতীয় মহিলা কমিশন। বৃহস্পতিবার কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এই ঘোষণা করে বলেছেন, ‘‘তাঁর (উদিত) মন্তব্য শুধু এক জন নারীর বিরুদ্ধে নয়, একটি সাংবিধানিক সরকারের প্রধানের বিরুদ্ধে। এক জন নারী বলেই কি রাষ্ট্রপতিকে নিশানা করা হচ্ছে? ওই নিন্দনীয় মন্তব্যের জন্য আমরা নোটিস জারি করেছি। এমন অবমাননাকর ভাষার ব্যবহার লজ্জাজনক।’’

বিজেপির বিরুদ্ধেও ‘দেশের প্রথম জনজাতি সম্প্রদায়ের রাষ্ট্রপতি’র বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যের জন্য কংগ্রেসকে আক্রমণ করা হয়েছে। যদিও উদিত বৃহস্পতিবার বলেছেন, ‘‘টুইটারে আমার মন্তব্য একান্তই ব্যক্তিগত। এর সঙ্গে দলীয় অবস্থানের কোনও সম্পর্ক নেই।’’ প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা ভোটে দিল্লি থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন উদিত। ২০১৯ সালে তিনি কংগ্রেস যোগ দেন।

সম্প্রতি গুজরাতে একটি কর্মসূচিতে রাষ্ট্রপতি বলেছিলেন, ‘‘দেশের ৭৬ শতাংশ নুন গুজরাতে উৎপন্ন হয়। তাই এ কথা বলা যেতে পারে যে, গোটা ভারতই গুজরাতের নুন খায়।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের সুখ্যাতি করে রাষ্ট্রপতির সেই মন্তব্যের সমালোচনা করেছিলেন উদিত। টুইটারে উদিত লিখেছিলেন, ‘‘কোনও দেশেই দ্রৌপদী মুর্মুজির মত রাষ্ট্রপতি থাকা উচিত নয়। স্তাবকতার একটা সীমা থাকা উচিত। বলা হচ্ছে, ৭০ শতাংশ মানুষ গুজরাতের নুন খান। নিজে নুন খেয়ে জীবন যাপন করলে বুঝতেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE