বুথ লেভেল আধিকারিক (বিএলও) নিয়োগের ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে স্থায়ী সরকারি কর্মীদেরই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ বার বিএলও-দের বার্ষিক ভাতা ঘোষণা করল কমিশন। কমিশন সূত্রের বক্তব্য, আগের তুলনায় এই ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণবাড়ানো হয়েছে।
কমিশন জানিয়েছে, বিএলও-রা ন্যূনতম বার্ষিক ভাতা পাবেন ১২ হাজার টাকা করে। যে বিএলও-রা এলাকায় এলাকায় সুপারভাইজ়ার হিসেবে কাজ করবেন, ১৮ হাজার টাকা করে পাবেন তাঁরা। নিবিড় সংশোধন-সহ যে কোনও বিশেষ কাজে বিএলও-রা অতিরিক্ত দু’হাজার টাকা করে ভাতা পাবেন। প্রসঙ্গত, এ রাজ্যে বুথ সংখ্যা ৮০ হাজার থেকে বেড়ে হচ্ছে প্রায় ১ লক্ষ। ফলে তার থেকে কিছু বেশি সংখ্যক বিএলও নিয়োগ করতে হবে।
কমিশনের সিদ্ধান্ত, এ বার স্থায়ী সরকারি কর্মীরাই বিএলও হিসেবে কাজ করবেন। ফলে শিক্ষক-শিক্ষিকা-সহ সরকারি কর্মীদেরই নিয়োগ করা হচ্ছে এই পদে। তা নিয়ে অনীহাও দেখা যাচ্ছে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মীদের মধ্যে। বিএলও নিয়োগ এড়াতে আবেদন-নিবেদনও চলছে। তবে এই বিএলও নিয়োগ করা হচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকের (জেলাশাসক) অধীনে ইলেক্টোরালরেজিস্ট্রেশন অফিসারদের (ইআরও—সাধারণত এসডিও বা সমতুল পদের অফিসার) মাধ্যমে। কমিশন তাঁদের জানিয়ে দিয়েছে, কোথাও স্থায়ী সরকারি কর্মী নিয়োগ করা না গেলে তা লিখিত ভাবে জানাতে হবে। কমিশনের অনুমতি সাপেক্ষে পরবর্তী কোনও কর্মীদের নিয়োগ করা যাবে। তাই নিয়োগ এড়ানোর কোনও আবেদন গ্রাহ্য করছেন না সংশ্লিষ্টরা। এই অবস্থায় বর্ধিত ভাতা এবং বিশেষ ভাতা ঘোষণাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)