পঞ্জাবে মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, তা নিয়ে যখন চন্নী-সিধুর মধ্যে জল্পনার পারদ চড়ছে, তখন সিধুকে নিশানা করে তোপ দাগলেন তাঁরই দিদি। চণ্ডীগড়ে সাংবাদিক বৈঠক করে সিধুর দিদি সুমন তুর দাবি করলেন, ‘‘সম্পত্তির লোভে নিজের অসুস্থ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন নভজ্যোৎ।’’ বর্তমানে আমেরিকা নিবাসী সুমনের অভিযোগ, তাঁর ভাই আসলে এক জন নিষ্ঠুর মানুষ।
আগামী ২০ ফেব্রুয়ারি ১১৭টি আসনের পঞ্জাব বিধানসভায় ভোট। তার আগে সিধু সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর দিদি সুমন তুর। তিনি বলেন, ‘‘আমরা অনেক কঠিন সময় পেরিয়ে এসেছি। এ ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ আমার হাতে আছে।’’
অতীতের ঘটনা তুলে ধরে তাঁর আরও অভিযোগ, ‘‘আমার বাবা মৃত্যুর সময় বাড়ি, পেনশন-সহ সম্পত্তি রেখে গিয়েছিলেন। কিন্তু সিধু টাকার লোভে ১৯৮৬-তে আমার অসুস্থ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আমরা সিধুর কাছে কোনও টাকা ফেরত চাই না। সত্যিটা জানাতে চাই। আমার মায়ের জন্য সুবিচার চাই। টাকার লোভে আমাদের পরিবারকে শেষ করে দিয়েছে সিধু।’’