Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Aryan Khan

Sameer Wankhede: গরিবের অধিকার হরণ! সমীরের বিরুদ্ধে এ বার তফসিলি অধিকার কমিশনে যাওয়ার হুমকি নবাবের

রবিবার সংবাদ সংস্থা এএনআই-কে নবাববলেন, ‘‘সংরক্ষণের সুবিধা নেওয়ার জন্যই সমীর নিজেকে তফসিলি জাতি হিসেবে নথিভুক্ত করিয়েছেন।’’

​​​​​​​নবাব মালিক অভিযোগ করেছিলেন, বেআইনি ভাবে সংরক্ষণ আদায় করেছেন সমীর ওয়াংখেড়ে।

​​​​​​​নবাব মালিক অভিযোগ করেছিলেন, বেআইনি ভাবে সংরক্ষণ আদায় করেছেন সমীর ওয়াংখেড়ে। গ্রাফিক—সনৎ সিংহ

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৪:০৪
Share: Save:

সমীর ওয়াংখেড়ে গরিবের অধিকার হরণ করেছেন। তাই তাঁর বিরুদ্ধে এ বার তফসিলি অধিকার কমিশনে যাওয়ার হুমকি দিলেন নবাব মালিক।

২৮ দিন পর বাড়ি ফিরেছেন শাহরুখ-তনয় আরিয়ান খান। কিন্তু প্রমোদতরীতে মাদক মামলা দিয়ে যে ঘটনা পরম্পরার শুরু, তার আঁচ কমার লক্ষণ নেই। ফের শিরোনামে এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। যাঁকে মহারাষ্ট্রের দাপুটে মন্ত্রী তথা এনসিপি–র প্রবীণ নেতা নবাব মালিক ধারাবাহিক ভাবে নিশানা করছেন। রবিবারও তিনি আক্রমণ করছেন সমীরকে। বলেছেন, আগের অভিযোগ থেকে সরছেন না তিনি।

নবাব মালিক অভিযোগ করেছিলেন, বেআইনি ভাবে সংরক্ষণ আদায় করেছেন সমীর ওয়াংখেড়ে। তাঁর অভিযোগ, সমীর দাউদ ওয়াংখেড়ে আদতে মুসলিম ধর্মাবলম্বী। কিন্তু ‘ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস’-এ সংরক্ষণের সুবিধা নেওয়ার জন্য তিনি নিজেকে তফসিলি জাতি হিসেবে নথিভুক্ত করিয়েছেন। এই দাবির পক্ষে নবাব প্রকাশ্যে এনেছেন সমীরের নিকাহনামা এবং একাধিক স্থিরচিত্র। রবিবার সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘‘আমি ওঁর সম্পর্কে আগেও যা বলেছি, এখনও সে কথাগুলোই বলছি। সংরক্ষণের সুবিধা নেওয়ার জন্যই সমীর নিজেকে তফসিলি জাতি হিসেবে নথিভুক্ত করিয়েছেন। উনি তফসিলি জাতির কোনও দরিদ্র ব্যক্তির অধিকার হরণ করেছেন। ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তফসিলি জাতীর কল্যাণে নিযুক্ত কমিশনের চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে অনুরোধ করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE