সমীর ওয়াংখেড়ে গরিবের অধিকার হরণ করেছেন। তাই তাঁর বিরুদ্ধে এ বার তফসিলি অধিকার কমিশনে যাওয়ার হুমকি দিলেন নবাব মালিক।
২৮ দিন পর বাড়ি ফিরেছেন শাহরুখ-তনয় আরিয়ান খান। কিন্তু প্রমোদতরীতে মাদক মামলা দিয়ে যে ঘটনা পরম্পরার শুরু, তার আঁচ কমার লক্ষণ নেই। ফের শিরোনামে এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। যাঁকে মহারাষ্ট্রের দাপুটে মন্ত্রী তথা এনসিপি–র প্রবীণ নেতা নবাব মালিক ধারাবাহিক ভাবে নিশানা করছেন। রবিবারও তিনি আক্রমণ করছেন সমীরকে। বলেছেন, আগের অভিযোগ থেকে সরছেন না তিনি।