Advertisement
E-Paper

বিহারে আসন সমঝোতা সেরে ফেলল এনডিএ, সমান আসনে লড়বে বিজেপি এবং জেডিইউ, এখনও জট কাটেনি ‘ইন্ডিয়া’র

বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল শাসকজোট এনডিএ। সমান সংখ্যক আসনে লড়াই করছে বিজেপি এবং নীতীশ কুমারের দল সংযুক্ত জনতা দল (জেডিইউ)। দুই দলই ১০১টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৯:০৬
(বাঁ দিক থেকে) নরেন্দ্র মোদী এবং নীতীশ কুমার (ডান দিকে)।

(বাঁ দিক থেকে) নরেন্দ্র মোদী এবং নীতীশ কুমার (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল শাসকজোট এনডিএ। সমান সংখ্যক আসনে লড়াই করছে বিজেপি এবং নীতীশ কুমারের দল সংযুক্ত জনতা দল (জেডিইউ)। দুই দলই ১০১টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২৯টি আসনে লড়াই করবে অধুনাপ্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসওয়ানের দল এলজেপি (আর)। জিতনরাম মাঁঝীর হিন্দুস্থানি আওয়াম মোর্চা (হাম) এব‌ং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) লড়াই করবে ছ’টি করে আসনে। রবিবার সন্ধ্যায় বিহারে ভোট পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেন। একই সঙ্গে বিহারে ফের এনডিএ সরকার ক্ষমতায় আসছে বলে দাবি করেন তিনি।

আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে জেডিইউ-র কার্যকরী সভাপতি সঞ্জয়কুমার ঝা লেখেন, “এনডিএ শিবিরভুক্ত সব দলের কর্মী এবং সমর্থকেরা আনন্দের সঙ্গে এই সমঝোতাকে স্বাগত জানাচ্ছে এবং নীতীশ কুমারকে আরও এক বার মুখ্যমন্ত্রী করার জন্য জোট বাঁধছে।” যদিও বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। এই জোটে রয়েছে লালুপ্রসাদ যাদবের আরজেডি, কংগ্রেস এবং বাম দলগুলি। বিহারে এই জোট ‘মহাগঠবন্ধন’ বলেও পরিচিত।

২০২০ সালের বিধানসভা নির্বাচনে ১১৫টি আসনে প্রার্থী দিয়েছিল নীতীশের দল। বিজেপি লড়াই করেছিল ১১০টি আসনে। জিতনরামের হাম লড়াই করেছিল সাতটি আসনে। আর চিরাগের দল (সাবেক অবিভক্ত এলজেপি) একক ভাবে লড়াই করেছিল ১৩৫টি আসনে। সেই সময় বিজেপির প্রতি আনুগত্য দেখালেও জেডিইউ-র বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল এলজেপি। ২০২০ সালে এনডিএ শিবিরে ছিল বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-ও। তারা লড়াই করেছিল ১১টি আসনে।

শনিবার পটনায় বিজেপির শীর্ষ নেতৃত্ব শরিক দলগুলির সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেখানেই প্রতিটি দলের সঙ্গে আলোচনায় বসেন বিজেপির নেতারা। আলাদা করে কথা বলা হয় চিরাগের সঙ্গেও। এনডিএ সূত্রে খবর, শনিবারই স্থির হয় যে, বিজেপি এবং জেডিইউ সমান সংখ্যক আসনে লড়াই করবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত ৬ অক্টোবর নির্ঘণ্ট ঘোষণা করে জানিয়েছে, এ বার বিহারের ২৪৩টি বিধানসভা আসনে দু’দফায় ভোট হবে। প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর তা পরীক্ষা হবে ১৮ অক্টোবর। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ওই দফার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৩ অক্টোবর। ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।

NDA JDU BJP Nitish Kumar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy