কংগ্রেসমুক্ত উত্তর-পূর্ব গড়তে দ্বিতীয় বার বৈঠকে বসল ‘নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’-র (নেডা) নেতা-সদস্যরা। আজ রাতে গুয়াহাটিতে বৈঠকটি হয়।
বিজেপি-অগপ-বিপিএফ জোটের অসম জয়ের পর, সর্বানন্দ সোনোয়াল মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নেতৃত্বে ‘নেডা’ গঠিত হয়। আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় হিমন্তবিশ্ব শর্মাকে। বর্তমানে উত্তর-পূর্বে মণিপুর, মেঘালয় ও মিজোরামে কংগ্রেস শাসন চলছে। নাগাল্যান্ডের বিরোধীহীন ‘ড্যান’ জোটে বিজেপি শরিক। অরুণাচলে বিজেপির সমর্থন নিয়ে পিপিএ সরকার চলছে। বিজেপির দাবি, সেখানে বিজেপি সরকার গড়া সময়ের অপেক্ষামাত্র। মণিপুরে সদ্যসমাপ্ত পুরভোটে পুরবোর্ড অল্পের জন্য দখল করতে না পারলেও কংগ্রেসকে সমানে সমানে টক্কর দিয়েছে বিজেপি। মেঘালয়ে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে বিজেপি জাল পাতছে।
মেঘালয়ের ভারপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা নলিন এস কোহলির দাবি, মুকুল সাংমার সরকার ২০১৮ সাল পর্যন্ত টিঁকবে না। ক্ষমতার লড়াইতেই ভেঙে যাবে সরকার। তুরা লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনে মুখ্যমন্ত্রীর স্ত্রী তথা বিধায়ক ডিকাঞ্চি ২৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৩টিতেই হেরেছেন। সেই প্রসঙ্গ তুলে কোহলি বলেন, ‘‘'মানুষের মন ও দেওয়াল লিখন ইতিমধ্যেই বুঝতে পেরেছে রাজ্য কংগ্রেস। আমদের দরজা কংগ্রেসবিরোধী সব দলের জন্য খোলা।'’’ অবশ্য মিজোরামে এখনও লাল থানহাওয়াল জমি মজবুত আছে।
বৈঠকে বিজেপির তিন জোট শরিক অগপ, বিপিএফ, সম্মিলীত গণশক্তির নেতারা মেঘালয়-মণিপুরের ন্যাশনাল পিপল্স পার্টি, মেঘালয়ের ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি ও মিজোরামের মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনা করেন। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, বিজেপি মণিপুরে এনপিপি, মেঘালয়ে এনপিপি ও ইউডিপি এবং মিজোরামে এমজেডপির সঙ্গে গাঁটছড়া বাঁধবে। বৈঠকে হাজির ছিলেন নাগাল্যান্ডের শাসক জোট ‘ড্যান’-এর বৃহত্তম শরিক এনপিএফের প্রতিনিধি টি আর জেলিয়াং, এমএনএফ প্রধান তথা মিজোরামের প্রাক্তন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা, এনপিপি নেতা কনরাড সাংমা ও অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী কালিখো পুল। সর্বানন্দ সোনোয়াল ও বিজেপির সর্বভারতীয় নেতা রাম মাধব উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে কংগ্রস-মুক্ত উত্তর-পূর্ব অভিযান সম্পর্কে আলোচনা করেন। ‘নেডা’র প্রথম অধিবেশন হবে জুলাই মাসে। বিজেপি সব রাজ্যে শরিকদের সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর-পূর্বে বিজেপি জোট ২০টি আসন জিততে চাইছে। বর্তমানে বিজেপির হাতে অসমের সাতজন ও অরুণাচলে এক জন সাংসদ আছেন। নাগাল্যান্ড ও মেঘালয়ে এক জন করে সাংসদ রয়েছেন বিজেপি শরিকদের।