Advertisement
E-Paper

ব্যাঙ্ক থেকে প্রায় ২ কোটি টাকা সরিয়ে আজীবন কারাদণ্ডে দণ্ডিত ক্যাশিয়ার, ১০ বছরের কারাবাস প্রাক্তন ম্যানেজারের!

গত মার্চ মাসে ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখায় একের পর এক গ্রাহক গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁদের সকলেরই দাবি, অ্যাকাউন্টে যে টাকা জমা রাখছেন, তার চেয়ে অনেক কম টাকা দেখাচ্ছে। মোবাইল অ্যাপে গিয়েও দেখা যাচ্ছে একই অবস্থা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:২৫
Bank fraud

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রক্ষকই ভক্ষক! গ্রাহকদের অর্থ সরানোর দায়ে দোষী সাব্যস্ত হলেন ইন্ডিয়ান ব্যাঙ্কের একটি শাখার ক্যাশিয়ার। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে উত্তরপ্রদেশের আদালত। ক্যাশিয়ারের সঙ্গে ওই অপরাধে যুক্ত থাকার দায়ে ১০ বছরের কারাদণ্ড হয়েছে পাঁচ জনের। তাঁদের মধ্যে রয়েছেন ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারও।

আদালত সূত্রে খবর, আসামির নাম জয়প্রকাশ সিংহ। উত্তরপ্রদেশে ইন্ডিয়ান ব্যাঙ্কের একটি শাখার ক্যাশিয়ার ছিলেন তিনি। গত মার্চ মাসে ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখায় একের পর এক গ্রাহক গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁদের সকলেরই দাবি, অ্যাকাউন্টে যে টাকা জমা রাখছেন, তার চেয়ে অনেক কম টাকা দেখাচ্ছে। মোবাইল অ্যাপে গিয়েও দেখা যাচ্ছে একই অবস্থা। বিভিন্ন গ্রাহকের কাছে একই রকমের অভিযোগ পেয়ে থানায় এফআইআর করেন ব্যাঙ্কের আঞ্চলিক প্রধান। তদন্ত শুরু করে পুলিশ। তার পরেই প্রকাশ্যে আসে অর্থ তছরুপের খবর।

পুলিশের দাবি, পুরো দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যাঙ্কেরই কয়েক জন। তাঁদের হোতা ছিলেন ওই ক্যাশিয়ার। জানা যায়, প্রায় ১০০টি অ্যাকাউন্ট থেকে মোট ১ কোটি ৮৫ লক্ষ ৯৭ হাজার টাকা সরানো হয়েছিল। আদালতে ওই মর্মে চার্জশিট জমা করে পুলিশ। মূল অভিযুক্ত হিসাবে নাম করা হয় ক্যাশিয়ার জয়প্রকাশের। এ ছাড়াও ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার রাঘবেন্দ্র সিংহ, প্রবীণ কুমার, আকাশ মিশ্র, বীর বাহাদুর এবং শুকদেব সিংহকে অভিযুক্ত হিসাবে দেখানো হয় আদালতে।

শুক্রবার মামলার সাজা ঘোষণা করে আদালত। তাতে ব্যাঙ্কের ক্যাশিয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। পাশাপাশি, ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার-সহ পাঁচ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। আদালতের পর্যবেক্ষণ, ‘‘এটা সংগঠিত অপরাধ। যা হয়েছে তা ভয়াবহ। সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দোষীদের শাস্তি ঘোষণা করা হল।’’

১৭২ দিনের মধ্যে মামলার রায় ঘোষণা হয়েছে। আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন সরকারি আইনজীবী।

UP Bank Fruad Lifetime Sentence Imprisonment Cashier
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy