এ বার রাজস্থানের কোটাতেই প্রতারণা ফাঁদে পড়লেন এক নিট পরীক্ষার্থী। তাঁকে পরীক্ষায় ভাল নম্বর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আট লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে। ওই পরীক্ষার্থী বিহারের বাসিন্দা। আর এই ঘটনাই স্মৃতি উস্কে দিচ্ছে ২০২৪ সালে দেশ জুড়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার। ঘটনাচক্রে, শনিবার জামিন পেয়েছেন এই ঘটনার মূলচক্রী সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়া।
পুলিশ সূত্রে খবর, পরীক্ষার্থীর দুই পরিচিত ব্যক্তিই তাঁকে ভাল নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুধু তা-ই নয়, পরীক্ষার্থীকে নিটের ওএমআর শিট ফাঁকা রেখে দিয়ে আসার পরামর্শও দেন। বাকিটা তাঁরা দেখে নেবেন বলেও দাবি করেন। আর এই প্রতিশ্রুতি দিয়ে কয়েক ধাপে পরীক্ষার্থীর কাছ থেকে আট লক্ষ টাকা নেন। তাঁকে যে ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা বুঝতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই পরীক্ষার্থী। তাঁর অভিযোগের ভিত্তিতে দু’জনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
পরীক্ষার্থীর দাবি, নিট পরীক্ষা নিয়ে খুব বিচলিত ছিলেন তিনি। সেই সময়েই তাঁর এক বন্ধুর মাধ্যমে মুজফ্ফরপুরের অমন এবং সত্যমের সঙ্গে পরিচয় হয়। তাঁরাই ওই পরীক্ষার্থীকে ভাল নম্বর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান বলে অভিযোগ। ওই পরীক্ষার্থী কোটায় একটি কোচিং সেন্টারে নিটের প্রস্তুতি নিচ্ছিলেন।